বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সন্ধ্যা ৬:০৮
Home / সংগীত-নাশিদ / সংগীত : ছায়ার মানুষ মায়ার মানুষ

সংগীত : ছায়ার মানুষ মায়ার মানুষ

শাহীদুল হক

শাহীদুল হক ::

ছায়ার মানুষ মায়ার মানুষ
মানুষ বুকের মাঝে
ভিতর খুঁজে দেখ না রে মন
দেখ না সকাল-সাঁঝে।।

বস্তুবাদী চেতনাতে
থাকলে মজে মন
কেমন করে পাবে মানুষ
স্বরূপ দরশন
সে যে থাকে ত্যাগের আশায়
ভালবাসার ভাঁজে।।

কিতাব পড়লেই মানুষ হয় না
হয় না দলে মিশে
মানুষ ধরলে খুঁজে পাবি
সেই মানুষের দিশে
কালবে তাকে যে জন রাখে
সে কি মানুষ সাজে।।

গাধার পিঠে কিতাব দেখে
ভেব না সে জ্ঞানী
জ্ঞানের আকর পেতে হলে
হতেই হবে ধ্যানী
সহজ মানুষ ভাবের মানুষ
কয় না কথা লাজে।।

About Abul Kalam Azad

এটাও পড়তে পারেন

বোসনিয়ার মেয়েদের কন্ঠে সুন্দর নাশিদ! (ভিডিও)

  নাশিদ মারহাবা রামাদ্বান…