শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১:২৬
Home / রাজনীতি / কাদের সিদ্দিকীর স্ত্রীর মনোনয়নও বাতিল, টাঙ্গাইলে কাল হরতাল
বঙ্গবীর কাদের সিদ্দিকী

কাদের সিদ্দিকীর স্ত্রীর মনোনয়নও বাতিল, টাঙ্গাইলে কাল হরতাল

বঙ্গবীর কাদের সিদ্দিকী
বঙ্গবীর কাদের সিদ্দিকী

কমাশিসা ডেস্ক : টাঙ্গাইল-৪ (কালিহাতি) উপনির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর মনোনয়ন পত্র বাতিল ঘোষনার পর এবার তার স্ত্রী নাসরিন সিদ্দিকীও মনোনয়ন বাতিল ঘোষণা করেছে স্থানীয় নির্বাচন অফিস।

কাদের সিদ্দিকী ও নাসরিন সিদ্দিকী সহ মোট চারজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তবে কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী ও দলটির কালিহাতি উপজেলা সভাপতি হাসমত আলীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

কাদের সিদ্দিকী ও তার স্ত্রীর মনোনয়ন বাতিলের প্রতিবাদের আগামীকাল বুধবার টাঙ্গাইল জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে কৃষক শ্রমিক জনতা লীগ।

দলটির যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন।

আগামী ১০ই নভেম্বর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। হজ ও মহানবী (সা.) কে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় আওয়ামী লীগ ও মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত হন ওই আসনের এমপি আবদুল লতিফ সিদ্দিকী। পরে তিনি সংসদ থেকে পদত্যাগ করায় ওই আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

About Abul Kalam Azad

এটাও পড়তে পারেন

আজান শুনে ক্ষেপে গেলেন আ’লীগ নেতা আনহার চেয়ারম্যান!

নিজস্ব প্রতিবেদক : আনহার মিয়া। বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ...