মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১১:৫১
Home / মাসাঈল / দরসে ফিকাহ – গর্ভবতী পশু কোরবানী প্রসংগে

দরসে ফিকাহ – গর্ভবতী পশু কোরবানী প্রসংগে

 

Bahaul Islam:

প্রশ্ন গর্ভবতী পশু কুরবানী করা কি জায়েয?
উত্তর:-
গর্ভবতী পশু কুরবানী করা জায়েয। জবাইয়ের পর যদি বাচ্চা জীবিত পাওয়া যায় তাহলে সেটাও জবাই করতে পারবেন।গোশ্ত খেতে পারবেন।বাচ্চা মৃত হলে বক্ষন করা হারাম।যদি বাচ্চা কে কোরবানীর দিন সমুহের মধ্যে জবাই না করেন তাহলে জিবিত সাদকা করে দিতে হবে।যদি কোরবানীর দিন সমুহ অতিবাহিত হওয়ার পর বাচ্চা জবাই করে নিজে খেয়েফেলেন তাহলে বাচ্চার মুল্য সাদকা করতে হবে। আর বাচ্চা প্রসবের সময় আসন্ন হলে সে পশু কুরবানী করা মাকরূহ।
والله اعلم بالصواب
কাযীখান ৩/৩৫০; ফাতাওয়ায়ে। শামী৫/২০৫; মাসাইলে কোরবানী ১৫৬/১৫৭

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

সুপ্রীম কোর্টের সামনে গ্রিক দেবীর মূর্তি স্থাপন ও জাতীয় চেতনার দায়বোধ

মাওলানা মুহাম্মাদ মামুনুল হক সাম্প্রতিক বাংলাদেশের ধর্মীয় অঙ্গন আবার উত্তপ্ত হয়ে উঠছে। এবারের ইস্যু সুপ্রীম ...