শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ৯:৩৩
Home / আমল / দুনিয়া ও আখেরাতের সাফল্য আসবে যেভাবে

দুনিয়া ও আখেরাতের সাফল্য আসবে যেভাবে

মাওলানা কমর উদ্দীন,

দুনিয়া ও আখেরাতে সাফল্য লাভের চারটি শর্ত —– আল্লাহ পাক বলেন- ومن يطع الله ورسوله ويخش الله ويتقه فأولئك هم الفائزون. -অর্থাৎ যারা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করে আল্লাহকে ভয় করে ও তার শাস্তি থেকে বেঁচে থাকে তাঁরাই সফলতা অর্জন কারী। এই আয়াতে চারটি বিষয় উল্লেখ করার পর বলা হয়েছে, যে ব্যাক্তি এই চারটি বিষয় যথাযথ পালন করে,সে-ই দুনিয়া ও আখেরাতে সফলকাম।
একটি আশ্চর্য ঘটনা : তফসিরে কুরতুবীতে এ স্তলে হযরত ফারুকে আযমের একটি ঘটনা বর্ণনা করা হয়েছে। এতে এই চারটি বিষয়ের ব্যাখ্যা ও পারস্পরিক পার্থক্য ফুটে উঠে। হযরত ফারুক আযম একদিন মসজিদে নববীতে দণ্ডায়মান ছিলেন। হঠাৎ জনৈক রুমী গ্রাম্য ব্যাক্তি তার কাছে এসে বলতে লাগল: اشهد ان لا اله الا الله واشهد ان محمدا رسول الله. অর্থাৎ কালেমা শাহাদাত পড়ে সে মুসলমান হয়ে গেল। হযরত ফারুক আযম জিজ্ঞাসা করলেন: ব্যাপার কি? সে বলল: আমি আল্লাহর ওয়াস্তে মুসলমান হয়ে গেছি। ফারুকে আযম জিজ্ঞাসা করলেন: এক কোন কারণ আছে কি? সে বলল হা, আমি তাওরাত,ইঞ্জিল,যবুর ও পুর্ববরতী পয়গম্বরগণের অনেক গ্রন্থ পাঠ করেছি। কিন্ত সম্প্রতি জনৈক মুসলমান কয়েদীর মুখে একটি আয়াত শুনে জানতে পারলাম যে, এই ছোট আয়াতটির মধ্য সমস্ত প্রাচিন গ্রন্তের বিষয়বস্ত সন্নিবেশিত রয়েছে। এতে আমার মনে দৃঢ বিশ্বাস জন্মেছে যে,এটা আল্লাহর পক্ষ থেকে আগত। ফারুকে আযম জিজ্ঞেস করলেন: আয়াত টি কি? রুমী ব্যাক্তি উল্লেখিত আয়াতটিই তিলাওয়াত করল এবং সাথে সাথে তার অভিনব তফসির ও বণ্না করল যে, ومن يطع الله আল্লাহর ফরজ কার্যাদির সাথে, ورسوله রসুলের সুন্নতের সাথে ,ويخش الله অতীত জীবনের সাথে এবং ويتقه ভবিষ্যত জীবনের সাথে সম্পর্ক রাখে। মানুষ যখন এই চারটি বিষয় পালন করবে, তখন তাকে فأولئك هم الفائزون এর সুসংবাদ দেওয়া হবে। অর্থাৎ সফলকাম সে ব্যাক্তি,যে জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাতে স্তান পায়। ফারুকে আযম একথা শুনে বললেন: রাসুলে করীম (সা)-এর কথায় এর সমর্থন পাওয়া যায়। তিনি বলেছেন: اوتيت جوامع الكلم. অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে সুদুর প্রসারী অর্থবোধক বাক্যাবলী দান করেছেন। এগুলোর শব্দ সংকিপ্ত এবং অর্থ সুদুর বিস্তৃত। –(কুরতুবী)

লেখক: বিশিষ্ঠ্য মুহাদ্দিস ইমাম ও খতিব ওল্ডহাম মাদানী একাডেমি মসজিদ ইউকে। মুহতামিম হাসনাবাদ মাদরাসা ছাতক সুনামগঞ্জ।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

তারাবীহ’র নামায ২০ রাকাত (১ম পর্ব)

মুফতী মাসুম বিন্নুরী:: (প্রথম পর্ব) ‘তারাবীহ’ শব্দটি আরবী শব্দ। এটা تَرْوِيْحَةٌ (তারবীহাতুন) এর বহুবচন। এর ...