শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১:০৮
Home / আন্তর্জাতিক / আফ্রিকানদের সঙ্গে নিয়ে একত্রে হাঁটতে চায় তুরস্ক : এরদোগান

আফ্রিকানদের সঙ্গে নিয়ে একত্রে হাঁটতে চায় তুরস্ক : এরদোগান

তুরস্ক আফ্রিকাকে সঙ্গে নিয়ে এক সঙ্গে চলতে চায় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

আফ্রিকার চারটি দেশে পাঁচ দিনের সফর শেষে শনিবার এরদোগান তার টুইটার একাউন্টে এই মন্তব্য করেন।

এরদোগান বলেন, ‘যেহেতু একটি নতুন বিশ্ব প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। সে কারণে আমরা আফ্রিকাকে সঙ্গে নিয়ে একত্রে হাঁটতে চাই।’

আলজেরিয়া, মৌরিতানিয়া, সেনেগাল ও মালির সঙ্গে সম্পর্ক জোরদারের পাশাপাশি তাদের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, তুরস্ক আলজেরিয়াকে এই অঞ্চলের ‘রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীল’ একটি রাষ্ট্র হিসেবে গণ্য করে থাকে।

এরদোগান বলেন, ‘মহান আল্লাহর ইচ্ছায় আমরা প্রতিটি অঞ্চলে আমাদের বন্ধুত্বকে আরো বৃদ্ধি করা হবে এবং আমরা একটি ভাল অবস্থানে আসতে পারি, বিশেষ করে বিনিয়োগের ক্ষেত্রে।’

তিনি আরো বলেন, ‘আঙ্কারায় স্বাস্থ্য, কৃষি, গণমাধ্যম এবং মানবিক সাহায্যের ক্ষেত্রে মৌরিতানিয়ার সঙ্গে যৌথ প্রকল্পসমূহের বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।’

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘মৌরিতানিয়ায় বেসরকারি খাতে আমাদের বিনিয়োগ বৃদ্ধি পাওয়ায় আমরা আশা করছি উভয় পক্ষেরই সমানভাবে লাভবান হওয়ার নীতির উপর ভিত্তি করে আমাদের সম্পর্ক বিকশিত হবে।’

রাজনীতি এবং অর্থনীতির ক্ষেত্রে সেনেগালের সঙ্গে তুরস্কের সম্পর্ক বৃদ্ধিকে আঙ্কারা সবসময়ই অগ্রাধিকার দিয়ে থাকে বলে তিনি জানান।

তিনি আরো বলেন যে আফ্রিকার সঙ্গে বাণিজ্যের ভারসাম্য বজায় রাখার পাশাপাশি তা বৃদ্ধি করা আঙ্কারার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘আমরা মালির রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় সব কিছু করতে প্রস্তুত আছি। এর পাশাপাশি আমাদের সাংস্কৃতিক ও বাণিজ্য সম্পর্ককে শক্তিশালী করার মাধ্যমে আমাদের ভ্রাতৃত্বকে আরো শক্তিশালী করব।’

আফ্রিকায় তার সফরকালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর বিষয়টি উল্লেখ করে এরদোগান বলেন, ‘কোনো ধরনের পক্ষপাত ছাড়াই আমরা আফ্রিকাকে এবং আমাদের আফ্রিকার ভাইদেরকে ভালবাসি।’ সূত্র: ডেইলি সাবাহ

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

ইদলিবের মাধ্যমেই সিরিয়ার বিজয় সুচিত হবে ইনশাআল্লাহ!

ইদলিবে শিয়া মুনাফেক রুশ কাফেরদের এক কথায় তুলাধুনা চলবে……. প্রস্তুত তুরস্কের নৌবাহিনী সেনাবাহিনী বিমানবাহিনী। ইতিমধ্যেই ...