শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১১:২৮
Home / ইউরোপ / হামলাকারীকে আটকের পর আঘাত করতে বারণ করলেন ইমাম সাহেব !

হামলাকারীকে আটকের পর আঘাত করতে বারণ করলেন ইমাম সাহেব !

কমাশিসা নিউজ: লন্ডনের ফিন্সবারি মসজিদের সামনে সন্ত্রাসী হামলাকারীকে স্থানীয়রা আটক করার পর মসজিদের ইমাম তাকে প্রহার করতে বারণ করেন।

তিনি তাদের অনুরোধ করেন তাকে প্রহার করার পরিবর্তে ঠেসে ধরে রাখতে, যাতে তাকে গ্রেপ্তার করতে পারে পুলিশ। রোববার রাতে মুসলিমদের ওপর ভ্যান উঠিয়ে দেয়ার পর নিহত হন এক বাংলাদেশী।

এ সময় ওই ভ্যানের একজন চালককে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। তখন তাকে প্রহার করতে নিষেধ করেন ওই ইমাম।

ওই মসজিদের বাইরে যখন মুসল্লিদের ওপর ভ্যান উঠিয়ে দেয়া হয় তখন সেখানে উপস্থিত ছিলেন আদিল রানা (২৪)। তিনি সেখানে দেখেছেন রক্তে সয়লাব হয়ে আছে। মাটিতে একজনের লাশ পড়ে আছে।

বার্তা সংস্থা এপি’কে তিনি বলেছেন, ওই ভ্যানটি আমাদের দিকে এসে মুসল্লিদের ওপর উঠিয়ে দেয়া হয়। এ সময় এতে ছিল অনেক বেশি গতি। এতে সবাই কিংকর্তব্যবিমূঢ় হয়ে যান। আর্তনাদ শুরু করেন।

এ সময় আবদুল রহমান নামে একজন ধরে ফেলেন ওই ভ্যানচালক রূপী হামলাকারীকে। তখন সে চিৎকার করে বলতে থাকে আমি এ কাজ আরো করবো। আরো করবো। সে চিৎকার করে আরো বলতে থাকে আমি সব মুসলিমকে হত্যা করবো।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...