রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৩:৩৭
Home / আন্তর্জাতিক / ইউকে মানচেষ্টার এরিনা হলে আত্মঘাতি সন্ত্রাসী হামলা!

ইউকে মানচেষ্টার এরিনা হলে আত্মঘাতি সন্ত্রাসী হামলা!

কমাশিসা বিশ্ব ডেস্ক: বৃটেন মানচেষ্টার সিটির এরিনা গ্রান্ড কনসার্ট হলে আত্মঘাতি হামলায় এ পর্যন্ত প্রায় ২৫জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের অধিকাংশ আন্ডার এইজ শিশু কিশোর রয়েছে বলে এক খবরে জানাগেছে। আমরা এই জঘণ্য হামলার তীব্র নিন্দা ও  ঘৃণা প্রকাশ করছি। যারা এ পাশবিক হামলায় জড়িত তাদেরকে বিচারের আওতায় এনে কড়া শাস্তি প্রদানের আহব্বান জানাচ্ছি। আমরা ক্ষতিগ্রস্ত পরিবার ও সকল ভিকটিমদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা । বৃটেন সরকারকে অতিদ্রুত ঘটনার মূল হোতাদের বের করে এনে আদালতের কাঠগড়ায় দাড় করানোর দাবী জানাই।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...