সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ২:১৫
Home / অনুসন্ধান / মহানবী সা.’র অজানা শিক্ষা

মহানবী সা.’র অজানা শিক্ষা

যুক্তরাজ্য ভিত্তিক দৈনিক ইনডিপেনডেন্টের খবরে বলা হয়, গবেষকরা ৬২২ খ্রিস্টাব্দ থেকে ৬৩২ খ্রিস্টাব্দের মধ্যে মানবজাতির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত জীবনাদর্শ, যা বিভিন্নভাবে লিখে রাখা হয়েছে তা নিয়ে গবেষণা করেন।

গবেষণাপত্রে বলা হয়, মুহাম্মদ সা: এর মুসলিম ‘উম্মায়’ (সমাজে) খ্রিস্টানরাও বসবাস করত এবং তাদের সব ধরনের সুরক্ষা ও নিরাপত্তা দেওয়া হত।

গবেষকদের একজন ক্রেইগ কনসিডাইন বলেন, মুহাম্মদ সা. বর্ণিত মুসলিম দেশে একাধিক ধর্মের চর্চা এবং নাগরিক অধিকারের কথা বলা হয়েছে।

তিনি বলেন, “এ গবেষণাপত্রে পরিষ্কার ভাবে দেখানো হয়েছে,  ইসলামিক স্টেট যেভাবে খ্রিস্টানদের সঙ্গে নিষ্ঠুর ও বৈষম্যমূলক আচরণ করছে, তা মহানবী মুহাম্মদ সা: জীবনাদর্শে কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।”

যুক্তরাষ্ট্রে টেক্সাসের রাইস ইউনিভার্সিটির অধ্যাপক ড. কনসিডাইনের বিশ্বাস মুহাম্মদ সা: বর্ণিত জীবনাদর্শ নিয়ে নতুন করে এ গবেষণা বিশ্বজুড়ে যে মুসলিম-বিদ্বেষ দানা বাঁধতে শুরু করেছে তা সমাধানে ভূমিকা রাখবে।

তিনি বলেন, “এ গবেষণা চরমপন্থি ইসলাম এবং ইসলামভীতির মত রোগে এক ধরনের ওষুধ হিসেবে কাজ করবে।”

“মুহাম্মদ সা. এর বার্তা বিশ্বজুড়ে সমবেদনা ও শান্তির আলো ছড়াবে। এটিই এখন আমেরিকা এবং বিশ্বজুড়ে বর্তমান সমাজব্যস্থায় অন্য যেকোনও সময়ের চেয়ে বেশি প্রয়োজন।”

বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা উপাসনালয় এবং কয়েক শতাব্দী আগে ছাপা হওয়া বইয়ে থেকে গবেষকরা মুহাম্মদ সা. বর্ণিত জীবনাদর্শ সম্পর্কিত নথি খুঁজে পেয়েছেন বলে জানান ড. কনসিডাইন।

এমনকি মুহাম্মদ সা. বর্ণিত কিছু বানী কখনোই অনুবাদ হয়নি। যার ফলে বিশ্বজুড়ে বিভিন্ন ভাষার মানুষ সেগুলোর সঠিক অর্থ জানতে বা বুঝতে পারেননি বলেও মনে করেন তিনি।

“ইরাক ও সিরিয়ার মত জায়গায় খ্রিস্টানদের উপর যে ব্যাপক নির্যাতন চালানো হচ্ছে তাতে সত্যিকারের ধর্মগুরু এবং ধর্মপ্রাণরা নতুন করে আবার মুহাম্মদের জীবনাদর্শের মাধ্যে এর সমাধান খুঁজছেন।”

“মহানবী মুহাম্মদ সা. খ্রিস্টানদের ক্ষতি চাননি, এমনকি তাদের ব্যক্তিগত জীবন বা ব্যক্তিগত সম্পত্তিতে হস্তক্ষেপ বা সীমালঙ্ঘন করেননি।”

সূত্র. বিডি নিউজ।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

মাননীয় প্রধানমন্ত্রী সমীপে জরুরী কিছু কথা!

কমাশিসা ডেস্ক: শুক্রবার ২৫সেপ্টেম্বার ২০২০. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি যখন কওমি শিক্ষা সনদের স্বীকৃতির ...