কমাশিসা : দেশে প্রথমবারের মত অভিন্ন প্রশ্নপত্রে কোওমি মাদ্রাসার সর্বোচ্চ ক্লাস ‘দাওরায়ে হাদিস’ (এম এ ইন ইসলামিক স্টাডিজ) এর পরীক্ষা শুরু হবে আগামি ১৫ মে ২০১৭ ইংরেজি সোমবার থেকে।
গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রীর কওমি সনদের স্বীকৃতির ঘোষণার পরিপ্রেক্ষিতে দেশের ৬টি কওমি মাদরাসা বোর্ডের দায়িত্বশীলরা অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষার উদ্যোগ নেন।
আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়্যা নামক বিশেষ বোর্ডের অধীনে ১ম বারের মত সারাদেশে একযোগে ক্বওমি মাদরাসার এবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার ‘আল হাইয়া’র পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা শামসুল হক স্বাক্ষরিত এই রুটিন প্রকাশ হয়।