শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ দুপুর ১:৪৪
Home / কওমি অঙ্গন / দাওরায়ে হাদিসের পরীক্ষার রুটিন প্রকাশ

দাওরায়ে হাদিসের পরীক্ষার রুটিন প্রকাশ

কমাশিসা : দেশে প্রথমবারের মত অভিন্ন প্রশ্নপত্রে কোওমি মাদ্রাসার সর্বোচ্চ ক্লাস ‘দাওরায়ে হাদিস’ (এম এ ইন ইসলামিক স্টাডিজ) এর পরীক্ষা শুরু হবে আগামি ১৫ মে ২০১৭ ইংরেজি সোমবার থেকে।

গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রীর কওমি সনদের স্বীকৃতির ঘোষণার পরিপ্রেক্ষিতে দেশের ৬টি কওমি মাদরাসা বোর্ডের দায়িত্বশীলরা অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষার উদ্যোগ নেন।

আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়্যা নামক বিশেষ বোর্ডের অধীনে ১ম বারের মত সারাদেশে একযোগে ক্বওমি মাদরাসার এবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার ‘আল হাইয়া’র পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা শামসুল হক স্বাক্ষরিত এই রুটিন প্রকাশ হয়।

২০১৭ সালের দাওরায়ে হাদিস (মাস্টার্স) এর কেন্দ্রীয় পরীক্ষার রুটিন
১৫/০৫/১৭ (সোমবার) বুখারি ২য়
১৬/০৫/১৭ (মঙ্গলবার) তিরমিযি ১ম
১৭/০৫/১৭ (বুধবার) ত্বহাবী শরীফ
১৮/০৫/১৭ (বৃহস্পতিবার) মুসলীম ১ম
২০/০৫/১৭ (শনিবার) বুখারী ১ম
২১/০৫/১৭ (রবিবার) মুসলিম ২য়
২২/০৫/১৭ (সোমবার) নাসায়ী ও ইবনে মাজাহ
২৩/০৫/১৭ (মঙ্গলবার) আবুদাউদ
২৪/০৫/১৭ (বুধবার) তিরমিযি ২য় ও শামায়েল।
২৫/০৫/১৭ (বৃহস্পতিবার) মুয়াত্তাইন

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...