কমাশিসা : কোনো ব্যক্তি মারা গেলে ব্যাংকে তার রেখে যাওয়া অর্থ তার নমিনীকেই (মনোনীত ব্যক্তি) পরিশোধ করতে হবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে আজ বুধবার এক সার্কুলার জারি করা হয়েছে।
বিআরপিডির মহাব্যবস্থাপক আবু ফরাহ মো: নাছের স্বাক্ষরিত সার্কুলারটি আজই সব ব্যাংকের প্রধান নির্বাহীকে জানানো করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, ‘সম্প্রতি কিছু কিছু ব্যাংক আমানতকারীদের মনোনীত নমিনীর কাছ থেকে এই মর্মে অঙ্গিকারনামা গ্রহণ করছে যে, আমানতকারীর মৃত্যুর পর তাদের মনোনীত নমিনী মৃত ব্যক্তির হিসাবে রক্ষিত আমানত প্রাপ্তির জন্য যোগ্য বা উপযুক্ত হিসেবে বিবেচিত নাও হতে পারেন। যা ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ (২০১৩ সাল পর্যন্ত সংশোধিত)-এর ১০৩ ধারায় নির্দেশনার পরিপন্থী। এ অবস্থায় ব্যাংকগুলোর ব্যাংক-কোম্পানি আইন অনুসরণের নির্দেশনা দেয়া হয়েছে।’
জানা গেছে, গত বছরের ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ একটি মামলার রায়ে মৃত্যু ব্যক্তির ব্যাংকের রেখে যাওয়া টাকা উত্তরাধিকারের ভিত্তিকে বণ্টনের নির্দেশ দেন। আদালতের এ ধরনের রায়ের পর অনেক ব্যাংক নতুন হিসাব খোলার সময় নমিনিকে টাকা নাও দেয়া হতে পারে এই মর্মে অঙ্গিকারনামা নেয়া শুরু করে। তবে আজ কেন্দ্রীয় ব্যাংকের পরিপত্রে স্পষ্ট জানিয়ে দেয়া হয়, কোনো ব্যক্তি মারা গেলে ব্যাংকে তার রেখে যাওয়া টাকা তার নমিনি (মনোনীত ব্যক্তি) পাবেন।
ব্যাংক-কোম্পানি আইনের ওই ধারায় বলা হয়েছে, ‘ব্যাংক-কোম্পানির কাছে রক্ষিত কোনো আমানত যদি একক ব্যক্তি বা যৌথভাবে একাধিক ব্যক্তির নামে জমা থাকে, তা হইলে ওই একক আমানতকারী এককভাবে বা ক্ষেত্রমতে যৌথ আমানতকারীগণ যৌথভাবে নির্ধারিত পদ্ধতিতে এমন এক বা একাধিক ব্যক্তিকে মনোনীত করতে পারবেন। আর আমানতকারীর মৃত্যুর পর আমানতের টাকা মনোনীত ব্যক্তিকে প্রদান করতে হবে।’