কমাশিসা : গণভবনে আজ মঙ্গলবার শীর্ষ আলেমদের বৈঠকে কওমি মাদরাসা সনদের স্বীকৃতির ঘোষণা দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আজ কওমি মাদরাসার সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদিসকে মাস্টার্সের মান দেওয়া হলো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজ গণভবন ধন্য হয়েছে। আজ বাংলাদেশের শীর্ষ আলেমরা এখানে এসেছেন।
আমাদের শিক্ষার সূচনাতেই আছে কওমি মাদরাসা। এখান থেকেই তো আমাদের শিক্ষার সূচনা। বাংলাদেশে ১৪ হাজার কওমি মাদরাসা আছে। ১৪ লাখ ছাত্র রয়েছে। দীনি এলেম হলো মৌলিক শিক্ষা। এ শিক্ষা না থাকলে শিক্ষা পরিপূর্ণ হয় না।
তিনি বলেন, আমরা একটি আরবি বিশ্ববিদ্যালয় করেছি। যাতে এর মাধ্যমে কওমি মাদরাসার স্বীকৃতি হতে পারে। অনেক সমস্যাই এখন থাকতে পারে এখানে। কিন্তু ধীরে ধীরে আমরা এগুলো আলোচনা করে দূর করবো।
আমরা দেখি ইসলামের নামে শিক্ষা নিয়ে একজন মানুষ আরেকজন মানুষের জীবন নিতে পারে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে আরও বলেন, সুপ্রিমকোর্টের সামনে গ্রিক মূর্তি স্থাপন আমি নিজেও পছন্দ করিনা। এটা আমার অজান্তে হয়েছে। তিনি শিঘ্রই এই মূর্তি অপসারণ করা হবে বলেও জানান।