কমাশিসা : গণভবনের কওমি মাদরাসা স্বীকৃতির বৈঠক চলছে। মাওলানা মাহফুজুল হকের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আল্লামা আহমদ শফীর নেতৃত্বে অনুষ্ঠানে ৩০০ আলেম উপস্থিত রয়েছেন।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, কওমি মাদরাসা কুরআন শিক্ষা কেন্দ্রের সূতিকাগার। দারুল উলুম দেওবন্দ হলো তার প্রাণকেন্দ্র। আমি সরকারের কাছে জানাই যেন তারা কোনো হস্তক্ষেপ না করে স্বীকৃতি দেন।
তিনি বলেন, সরকার অষ্ট মূলনীতি ঠিক করেছে কওমি সনদের স্বীকৃতি দিচ্ছেন সেজন্য ধন্যবাদ। সাথে সাথে আবেদন জানাই সুপ্রিমকোর্ট থেকে মূর্তি সবারো হোক এবং মঙ্গল শোভা যাত্রা বন্ধ করা হোক। স্বীকৃতির জন্য নিবন্ধন জরুরি। কিন্তু মক্তব ও হেফজখানা নিবন্ধনের বাইরে রাখা হোক, কারণ কুরআন শিক্ষা সবার জন্য ফরজ। সবার জন্য এটি উন্মুক্ত রাখা হোক।
Komashisha