বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সন্ধ্যা ৬:০৬
Home / কওমি অঙ্গন / বেফাক মহাসচিবের বক্তব্যের মাধ্যমে স্বীকৃতি বৈঠক শুরু হয়

বেফাক মহাসচিবের বক্তব্যের মাধ্যমে স্বীকৃতি বৈঠক শুরু হয়

শুধু ঘোষণা নয়; সংসদে কওমি স্বীকৃতি আইন পাশ করুন- মাওলানা আবদুল কুদ্দুস

কমাশিসা : গণভবনের কওমি স্বীকৃতির আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস। তিনি বলেন, কওমি মাদরাসার দাওরার সনদকে এমএর মান দেয়া। অন্যান্য ক্লাসগুলোর ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেইনি। পরে এই সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ।

আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আল্লামা আহমদ শফী ও ওলামায়ে কেরামের শুকরিয়া আদায় করছি।

মাওলানা আবদুল কুদ্দুস বলেন, আমি দুটি দাবি জানাচ্ছি। এখানে যে ঘোষণা হবে তা আইনে পরিণত করার জন্য মন্ত্রী পরিষদের বৈঠকে আলোচনা করে এবং জাতীয় সংসদের বিষয়টি উত্থাপন করে সিদ্ধান্ত নেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

সুপ্রিম কোর্টের সামনে মূর্তি স্থাপন করা হয়েছে এটা মুসলমানদের মাথা ব্যথা। এটা সরানোর জন্য অনুরোধ জানাচ্ছি। মঙ্গল শোভাযাত্রা বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি। সারাদেশে আলেমদের নামে বিভিন্ন মামলা মোকাদ্দমা হচ্ছে তা যেন বাতিল করা হয় সেজন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...