বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৫:৪৭
Home / আন্তর্জাতিক / হিন্দু-মুসলিম সমঝোতা চান সুপ্রিম কোর্ট
উগ্র হিন্দুরা ঐতিহাসিক বাবরি মসজিদ গুড়িয়ে দিচ্ছে (ফাইল ফটো)

হিন্দু-মুসলিম সমঝোতা চান সুপ্রিম কোর্ট

ভারতে বাবরি মসজিদ ইস্যু

অযোধ্যায় রামমন্দির ও বাবরি মসজিদ বিতর্কে ভারতের সুপ্রিম কোর্ট মঙ্গলবার জানিয়েছেন যে দুই পক্ষ আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুক। শীর্ষ আদালত মনে করেন, ধর্ম আর বিশ্বাসের সঙ্গে এই সমস্যা জড়িত। তাই এ রকম একটি সংবেদনশীল বিষয়ের সমাধান একমাত্র আলাপ-আলোচনার মাধ্যমেই হতে পারে।

রামমন্দির-বাবরি মসজিদ নিয়ে চলা একটি মামলার শুনানির সময় ভারতের প্রধান বিচারপতি জে এস খেহর বলেন, ‘দুই পক্ষ নিজেদের মধ্যে আলোচনা করুন। ’ ৩১ মার্চের মধ্যে দুই পক্ষকে আলোচনায় বসতে হবে, এটাও জানিয়েছেন আদালত।

ভারতীয় জনতা পার্টির নেতা সুব্রামনিয়াম স্বামী সুপ্রিম কোর্টে একটি আবেদন জানিয়েছিলেন যাতে অযোধ্যা মামলার দ্রুত শুনানি হয়। তিনি সম্প্রতি বিবিসির একটি ফেসবুক লাইভ অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন, দুই বছরের মধ্যে রামমন্দির তৈরি হবে। ‘অন্য কোনো জায়গায় রামমন্দির তৈরি সম্ভব নয় আমাদের পক্ষে, কারণ এটা ধর্মবিশ্বাসের ব্যাপার’, মন্তব্য করেছিলেন সুব্রামনিয়াম। ১৯৯২ সালে অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছিল। সূত্র : বিবিসি বাংলা।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

আদালতের ওপর বিশ্বাস ভেঙে গেছে: সায়্যিদ মাহমুদ মাদানী

নাজমুল মনযূর: আদালতের ওপর বিশ্বাস ভেঙেছে ইংরেজ খেদাও আন্দোলনে অংশগ্রহণ করা সেই মুসলমানদের। এমন কথাই ...