বিশেষ প্রতিনিধি : সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র পদ ফিরে পেয়েছেন আরিফুল হক চৌধুরী। তার সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। আজ সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এ আদেশের ফলে আরিফুল হক চৌধুরীর মেয়র হিসেবে দায়িত্ব পালনে আর কোন বাধা থাকছে না।
আরিফুল হক চৌধুরী নিজেই এ তথ্য মিডিয়াকে নিশ্চিত করেছেন।
আজ আদালতে আরিফের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার কাফি ও ব্যারিস্টার মঈনুল হোসেন।
প্রসঙ্গত, কিবরিয়া হত্যা মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর হবিগঞ্জের একটি আদালতে আত্মসমর্পণ করেন আরিফুল হক চৌধুরী। আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। এরপর ২০১৫ সালের ৭ জানুয়ারি আরিফুল হক চৌধুরীকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।