আন্তর্জাতিক ডেস্ক : মরক্কোর কেন্দ্রীয় ব্যাংক ইসলামী ব্যাংকিং পদ্ধতির অনুমোদন দিয়েছে। আর্থিক তারল্যের অভাব এবং বিদেশি বিনিয়োগের অভাবের কারণেই এমন সিদ্ধান্তে আসতে বাধ্য হলো উত্তর আফ্রিকার এ দেশটি।
জনগণের দাবি থাকার পরও অথচ দীর্ঘদিন উগ্রবাদী ইসলামী ধ্যান-ধারণা জেগে উঠার ভয়ে সে দেশে ইসলামী ব্যাংক-ব্যবস্থা নিষিদ্ধ ছিলো।
মরক্কোর কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাংক ব্যবস্থা তদারকি করার জন্য একটি শরীয়াহ বোর্ড নির্ধারণ করেছে। শরীয়াহ আইনের পাঁচটি পদ্ধতিকে এ ব্যাংক ব্যবস্থা পরিচালিত হবে। পদ্ধতিগুলো হচ্ছে মুরাবাহা, মুশারাকা, ইজারা, মুদারাবা এবং সালাম।
ইসলামী শরীয়াহ আইন অনুযায়ী ব্যাংক ব্যবস্থা খোলার জন্য মরক্কো সরকার বিনিয়োগকারীদের এর মধ্যেই আহবান করেছে। ধারণা করা হচ্ছে এ বছরের মাঝামাঝি নাগাদ এরকম একটি ব্যাংক ব্যবস্থা চালু করতে পারবে।