বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১০:২৭
Home / কওমি অঙ্গন / জামেয়া ইউনুছিয়ার মাওলানা জোবায়ের কাসেমী’র ইন্তেকাল

জামেয়া ইউনুছিয়ার মাওলানা জোবায়ের কাসেমী’র ইন্তেকাল

কমাশিসা: ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জামেয়া ইসলামিয়া ইউনুছিয়ার (বড় মাদরাসা) হিফজ বিভাগের দীর্ঘদিনের প্রধান শিক্ষক, মাদরাসা মসজিদের ইমাম ও খতিব, অসংখ্য ছাত্রের প্রাণপ্রিয় শিক্ষক, হাফেজ মাওলানা জোবায়ের আহমাদ নূহ কাসেমী গতকাল রবিবার রাত পৌনে ১২টায় তার কর্মস্থলে স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার অকস্মাৎ ইন্তেকালে মাদরাসা প্রাঙ্গনে ছাত্র-শিক্ষক ও অসংখ্য গুণগ্রাহীর ঢল নেমেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শোক ও দোয়া।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৪০ বছর। তার গ্রামের বাড়ি সরাইল উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে যান। তার শ্বশুর বাড়ি জেলা-শহরের ভাদুঘর গ্রামে।

মাওলানা জোবায়ের আহমাদ বাংলাদেশের একজন অন্যতম উস্তাজুল হুফফাজ। তার হাফেজ ছাত্ররা অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

মাননীয় প্রধানমন্ত্রী সমীপে জরুরী কিছু কথা!

কমাশিসা ডেস্ক: শুক্রবার ২৫সেপ্টেম্বার ২০২০. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি যখন কওমি শিক্ষা সনদের স্বীকৃতির ...