বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৪:২১
Home / আন্তর্জাতিক / ১০০ আন্তর্জাতিক স্কুল করবে সৌদি

১০০ আন্তর্জাতিক স্কুল করবে সৌদি

অনলাইন ডেস্ক : কাউন্সিল অব সৌদি চেম্বারস জানিয়েছে, ২০১৯ সালের মধ্যে কমপক্ষে ১০০টি নতুন আন্তর্জাতিক স্কুল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।

সূত্র জানায়, কাউন্সিলের ন্যাশনাল কমিটি ফর ইন্টারন্যাশনাল এডুকেশন-এর চেয়ারম্যান মনসূর আল-খেইযান ও অপর ক’জন সদস্য বিষয়টি নিয়ে আলাপ করেছেন। সিদ্ধান্ত হয়েছে, প্রথম পর্যায়ে রিয়াদ, জেদ্দা ও দাম্মামে ৫০টি স্কুল প্রতিষ্ঠা করা হবে। এসব স্কুলে এক লাখ শিক্ষার্থীর পড়াশোনার সুযোগ থাকবে। দ্বিতীয় পর্যায়ে জনবহুল এলাকায় আরো ৫০টি স্কুল প্রতিষ্ঠা করা হবে।

সূত্রমতে, এই প্রকল্পের ফলে বন্ধের হুমকিতে পড়া তিন হাজার এলিমেন্টারি ও ইন্টারমিডিয়েট স্কুলের সমস্যার সমাধান হবে। এছাড়া এতে ১০ হাজার শিক্ষকের চাকরিও সৃষ্টি হবে। একেকটি স্কুল নির্মাণে খরচ হবে দুই কোটি থেকে চার কোটি রিয়াল। পাঁচ থেকে সাত বছরের মধ্যে বিনিয়োগকৃত পুঁজি উঠে আসবে বলে মনে করা হচ্ছে।

সূত্রটি জানায়, এলাকাবাসীর চাহিদা ও প্রয়োজনের ভিত্তিতেই ঠিক করা হবে স্কুলগুলো কোথায় প্রতিষ্ঠা করা হবে। তবে উদ্যোক্তাদের লক্ষ্য হচ্ছে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চল।

সূত্র : সউদি গেজেট

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

আদালতের ওপর বিশ্বাস ভেঙে গেছে: সায়্যিদ মাহমুদ মাদানী

নাজমুল মনযূর: আদালতের ওপর বিশ্বাস ভেঙেছে ইংরেজ খেদাও আন্দোলনে অংশগ্রহণ করা সেই মুসলমানদের। এমন কথাই ...