শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ১১:৪৩
Home / আন্তর্জাতিক / পশ্চিম মসুলে অবরুদ্ধ আইএস

পশ্চিম মসুলে অবরুদ্ধ আইএস

অনলাইন ডেস্ক : পশ্চিম মসুলে অবরুদ্ধ  হয়ে পড়েছে জঙ্গিগোষ্ঠী আইএস।

ইসলামিক স্টেটের (আইএস) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ইরাকের মসুল শহরের পশ্চিমাঞ্চল থেকে বের হওয়ার শেষ প্রধান সড়কটিও বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত ইরাকি সেনাবাহিনী। এর ফলে ওই শহরটির একটি এলাকার মধ্যে অবরুদ্ধ হয়ে পড়েছে আইএস জঙ্গিরা।

বুধবার ইরাকি সেনাবাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক এক জেনারেল এবং স্থানীয়রা বিষয়টি নিশ্চিত করেন।

আইএসের দখলমুক্ত করতে পরিচালিত অভিযানের ১০০ দিন পর চলতি বছরের জানুয়ারিতে মসুলের পূর্বাঞ্চল পুনরুদ্ধার করে ইরাকি বাহিনী। এরপর ১৯ ফেব্রুয়ারি টাইগ্রিস নদীর অপর পাড়ে পশ্চিম মসুলে অভিযান শুরু হয়। পশ্চিম মসুলে আইএসকে পরাজিত করতে পারলে ইরাকে জঙ্গিগোষ্ঠীটির দখলদারিত্ব কার্যত নিঃশেষ হয়ে যাবে।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

সীমান্তে অভিবাসী শিশুদের তাড়াতেও কাঁদানে গ্যাস!

কমাশিসা: কাঁদানে গ্যাসের ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারদিক। আতঙ্কে ছুটোছুটি করছে অনেকগুলি পরিবার। শিশুদের জাপটে ধরেছেন ...