শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৩:০৭
Home / সংবাদ / হাইকোর্ট থেকে গ্রীকদেবীর মূর্তি না সরানো ভালো লক্ষণ নয়

হাইকোর্ট থেকে গ্রীকদেবীর মূর্তি না সরানো ভালো লক্ষণ নয়

দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষদের চিন্তাচেতনার বিরুদ্ধে অবস্থান নিয়ে হাইকোর্ট থেকে গ্রীকদেবীর মূর্তি না সরানো ভালো লক্ষণ নয় বলে অভিমত ব্যক্ত করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ

তিনি বলেন, হাইকোর্টের মতো গুরুত্বপূর্ণ জায়গায় মূর্তিস্থাপন করে যারা বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনায় কুঠারাঘাত করছেন তাদের উদ্দেশ্য ভালো নয়। বিশ্ব দরবারে বাংলাদেশকে ছোট করার জন্যই এ পায়তারা শুরু হয়েছে। প্ররোচণাকারীদের চিহ্নিত করে এ ধরনের সিদ্ধান্ত থেকে ফিরে আসুন। ভালো পরিণামের জন্যই মূর্তি সরিয়ে ফেলুন। ভাস্কর্যের নামে মূর্তিস্থাপন এ দেশের সংখ্যাগরিষ্ঠদের হৃদয়ে রেখাপাত করবে আর তা কিছুতেই শান্তিপ্রিয় বাংলাদেশের জন্য ভালো হবে না।

আজ ০১ মার্চ বুধবার সকালে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এক বিবৃতিতে এসব কথা বলেন।

বাংলাদেশর অসাম্প্রদায়িক সহাবস্থানকে ‘গ্রীকদেবীর মূর্তিস্থাপন’ বিনষ্ট করবে বলে দাবি করে বিবৃতিতে আল্লামা মাসঊদ বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের কথা চিন্তা না করে একতরফাভাবে একশ্রেণিকে খুশি করার মানসে বা প্রধানবিচারপতির ব্যক্তিগত চিন্তাকে সমগ্র দেশের মানুষদের উপর চাপিয়ে দেওয়া কোনো সুস্থ মানুষের পরিচয় হতে পারে না।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

আওয়ামী লীগের সাবেক সাংসদ গোলাম মাওলা রনির বিএনপিতে যোগদান

কমাশিসা ডেস্ক: বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের সাবেক সাংসদ গোলাম মওলা রনি। সোমবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসন ...