কমাশিসা : জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ রেজওয়ান আহমদ। তিনি উপজেলার সৈয়দপুর গ্রামের মরহুম হাফিজ সৈয়দ বশারত আলী ও মরহুমা সৈয়দা আজিজুন নেছার ৩য় পুত্র। শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার শর্তাবলীর আলোকে জাতীয় শিক্ষা সপ্তাহ সুনামগঞ্জ জেলা নির্বাচন কমিটি কর্তৃক অধ্যক্ষ রেজওয়ান আহমদকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত করেন। ইতিপূর্বে তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমদ ২০০৩ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন। এছাড়াও ২০১২ সালে তিনি এম ফিল ডিগ্রী অর্জন করেন। তাঁর গবেষণা কর্মটি পুস্তকাকারে “মাওলানা উবায়দুল হক (রহ:) জীবন ও কর্ম নামে প্রকাশিত হয়েছে। তিনি ‘মাওলানা তারিক জামিলের হৃদয়কাড়া বয়ান’ অনুবাদ ‘বিশ্ব ইজতেমার বয়ান সমগ্র’ এবং ‘তিন হযরতজিকে নিয়ে স্মৃতিকথা’ পৃথক দুইটি বইয়ের অনুবাদ ও সংকলন করেছেন। বর্তমানে তিনি পি.এইচ.ডি গবেষণারত।
Home / বিকশিত মেধা / সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া সিনিয়র মাদ্রাসার সৈয়দ রেজওয়ান আহমদ জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ
এটাও পড়তে পারেন
জীবন্ত এক কিংবদন্তির বৈপ্লবিক কাহিনী (১)
প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান দাঃবাঃএর বিপ্লবী জীবনী। ধারাবাহিক (১) শহরের উত্তপ্ত পীচঢালা কালো রাজপথ থেকে ...