ইসলামের ইতিহাস ঘেটে আমরা যা পাই সেটা হলো ৪ খলিফা ব্যাতীতহ কোন আল্লাহর অলী বা বুজুর্গ ব্যাক্তি খলিফা ছিলেন না? খলিফা বলেন বা সুলতান/আমীর যাই বলেন সব ঈমানদান শাসকরাই বুজুর্গ ব্যাক্তিদের কঠোর ভাবে মান্য করতো। এটাই ছিল ইসলামের ইতিহাস।
এরদুগান যার সাথে হাত মিলাচ্ছেন তিনি হচ্ছেন বর্তমান বিশ্বের সুন্নী মুসলমানদের এক নাম্বার আধ্যাত্মিক ব্যাক্তি। উনার সহজ পরিচয় হচ্ছে আমাদের আল্লামা শফি হুজুরের পীরের পীর হচ্ছেন তুরুস্কের এই মহান ব্যাক্তি শায়খ মাহমুদ এফেন্দী নক্সাবন্ধী। অর্থাৎ আল্লামা শফি হুজুরের দেওবন্দের যিনি পীর, সেই পীর হচ্ছেন তুরুস্কের এই শায়খ মাহমুদ এফেন্দী নক্সাবন্ধী একজন খলিফা বা প্রতিনিধি। ১৯২৯ সালে জম্ম নেওয়া এই মহান বুজুর্গ মাত্র ৬ বছর বয়সে হেফজ শেষ করেন।
আথাৎ আমরা যেটা বলতে চাচ্ছি, বুজুর্গরা তাদের আসনে সর্বোচ্ছ রাষ্টীয় সম্মানে থাকবেন। আর ঈমানদান দক্ষ বিজ্ঞ ব্যাক্তিরাই ইসলামী সাম্রাজ্য পরিচালনা করবে। ১৪০০ বছরের ইসলামী সাম্রাজ্যের ইতিহাস ঘেটে আমরা এটাই পেলাম…