অটোমান রাজকন্যা’র (উসমানীয়া খেলাফতের শাহজাদী) এরদুগানের সুলতান হাওয়ার পক্ষে ভোট দেওয়ার ঘোষনা…
নিলহান ওসমানগলু নামের এই রাজকন্যা হলেন সুলতান আবদুল হামিদ দ্বিতীয় এর বংশধর। তিনি সম্প্রতি এক সাক্ষাতকারে বলেন, খুবই স্বাভাবিকভাবে তিনি রেফারেন্ডামে এরদোগানের নির্বাহী প্রেসিডেন্সির পক্ষে‘হ্যাঁ’ভোট দেবেন।
তিনি আরও বলেন, তুরস্কের বর্তমান পার্লামেন্ট পদ্ধতি জনগনকে সুবিচার দেয়ার ক্ষেত্রে যথেষ্ট নয়। এই পার্লামেন্টকে ব্যবহার করেই সাবেক প্রধানমন্ত্রী আদনান মেন্দারিসকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল এবং মেয়েদের হিজাব পরার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হয়েছিল।
নিলহানের এমন মন্তব্যে পশ্চিমাপন্থী তুর্কি মিডিয়ায় ব্যাপক আলোচনা হচ্ছে।
কিছুদিনের মধ্যেই সংবিধান পরিবর্তন করে প্রেসিডেন্টের জন্য একক ক্ষমতা নিশ্চিত করার জন্য জাতীয় রেফারেন্ডাম আয়োজন করবে তুর্কি সরকার। এ নিয়ে পশ্চিমা বিশ্বে তুমুল সমালোচনার ঝড় বইছে।
সুত্র: সা উ আ পে