শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৫:১৪
Home / আন্তর্জাতিক / বিমানবন্দরে আলীর ছেলেকে আটকে জিজ্ঞেস ‘তুমি কি মুসলিম?’

বিমানবন্দরে আলীর ছেলেকে আটকে জিজ্ঞেস ‘তুমি কি মুসলিম?’

আন্তর্জাতিক ডেস্ক : কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর ছেলেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি বিমানবন্দরে আটকেছিলেন অভিবাসন কর্মকর্তারা। তাঁর কাছে তাঁরা প্রশ্ন ছোড়েন, ‘তুমি কি মুসলিম?’ মোহাম্মদ আলী জুনিয়রের আইনজীবী ক্রিস মানচিনি সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন।

আইনজীবীর বরাত দিয়ে দ্য ওয়াশিংটন টাইমস–এর খবরে জানানো হয়, ৭ ফেব্রুয়ারি মোহাম্মদ আলীর দ্বিতীয় স্ত্রী খলিলাহ কামাচো আলী ও ছেলে মোহাম্মদ আলী জুনিয়র জ্যামাইকা থেকে ফোর্ট লরেডেল-হলিউড আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তারা আলী জুনিয়রকে প্রায় দুই ঘণ্টা আটকে রাখেন। বারবার তাঁকে প্রশ্ন করেন, ‘তোমার নামটা কোত্থেকে পেলে?’ আর ‘তুমি কি মুসলিম?’

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

সীমান্তে অভিবাসী শিশুদের তাড়াতেও কাঁদানে গ্যাস!

কমাশিসা: কাঁদানে গ্যাসের ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারদিক। আতঙ্কে ছুটোছুটি করছে অনেকগুলি পরিবার। শিশুদের জাপটে ধরেছেন ...