বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৫:৩৩
Home / খোলা জানালা / আমাদের ভাষা আমাদের জন্য লজ্জিত

আমাদের ভাষা আমাদের জন্য লজ্জিত

ইশতিয়াক আহমেদ :

আজ কথিত ভাষা দিবস। ইংরেজি তারিখ দেখে যদিও ইংরেজি ভাষা দিবস মনে হচ্ছে কিন্তু আসলে তা নয়। আজ রাষ্ট্রীয় বাংলা ভাষা দিবস। বাংলা ভাষা দিবস কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না ভাষা দিবস বাংলা কতো তারিখে। অনেকে তো এটাও জানিনা যে, আজ বাংলা কতো তারিখ।

অথচ আমরা বাংগালি হিসেবে বাংলা তারিখেই দিবস উদযাপন করা উচিত ছিল। ৮ ফাল্গুন, ১৩৫৮ বাংলায় আমরা আমাদের ভাষা নিজেদের করে পেয়েছিলাম। হ্যাঁ বাংলা ভাষার জন্যই সালাম,বরকতরা নিজেদের জান কুরবান করে দিয়েছিলেন। সেই হিসেবে ৮ই ফাল্গুন আমাদের ভাষা দিবস হওয়ার কথা ছিল। যা গতকালই চলে গেছে।

আমরা বাংগালিরা আমাদে মাতৃভাষার সঠিক কদর কখনোই করিনি। কথায়,লেখায়,সাহিত্যে, কবিতায় বাংলা ভাষাকে বিকৃত করে চলেছি প্রতিনিয়ত।

নিজেদের আধুনিক প্রমাণ করতে, কথার মাঝে মাঝে ব্যবহার করি ইংরেজি শব্দ। যার দ্বারা মানুষ আমাকে স্মার্ট মনে করে।

বাংলা ভাষার সঠিক মর্যাদা কখনওই করা হয়নি। সারা বছর শহীদ মিনারে প্রস্রাব করে ২১ ফেব্রুয়ারি আসলে জুতা খুলে ফুল নিয়ে যাই। হাস্যকর ব্যাপার তাই না!

মোটকথা, আমাদের ভাষা শুধু একটা ইংরেজি দিবসে বন্ধী। তাও সেই একদিনও ভাষার সঠিক মূল্যায়ন হয়না। আমাদের ভাষা,আমাদের জন্য লজ্জিত। নিজেকেই নিজে ধীক্কার দেয় এ জাতীর নিকট আসার কারণে।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

মাননীয় প্রধানমন্ত্রী সমীপে জরুরী কিছু কথা!

কমাশিসা ডেস্ক: শুক্রবার ২৫সেপ্টেম্বার ২০২০. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি যখন কওমি শিক্ষা সনদের স্বীকৃতির ...