রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৩:৩৯
Home / কওমি অঙ্গন / জামিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ আমতৈল বিশ্বনাথ সিলেট

জামিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ আমতৈল বিশ্বনাথ সিলেট

জুলফিকার মাহমুদী:

প্রতিষ্ঠান পরিচিতি

জামিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ আমতৈল বিশ্বনাথ সিলেট ৷

স্থাপিত: ১৯৭১ ঈসায়ী। বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম “আমতৈল”৷ যে গ্রামের মানুষের নিজেদের মাঝে আছে ধর্মপ্রনয়নতা, ধর্মপ্রচার তাবলিগে দ্বীন৷ দারুল উলুম দেওবন্দের অনুসরণে আহলে সুন্নাত ওয়াল জামাতের তাহযিব তামাদ্দুনে, ধর্মপ্রাণ মুসলিম মিল্লাতের ঐশীবাণী মহাগ্রন্থ আল কুরআন ও মহানবীর মহাবাণী হাদীস শিক্ষার লক্ষ্য, আলেম উলামা, শিক্ষানুরাগী, মুরব্বীসহ সর্বমহলের সাহায্য সহযোগিতায় ১৯৭১ ঈসায়ী মুতাবিক ১৩৯২ হিজরীতে মাওলানা ক্বারী আবদুল হাই আব্দালপুরী দাঃবাঃ (মৌলভী বাজার সদর) এর ত্বত্তাবধানে, দারুল উলুম দেওবন্দের কৃতীছাত্র শাইখুল হাদিস আল্লামা শায়খ শরফ উদ্দীন ভেরাখালী রহঃ (বাহুবল হবিগঞ্জ) ভিত্তি স্থাপন করেন অত্র দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটির৷ ইসলামের সূচনালগ্নে নারীদের ভুমিকা আছে অবিস্মরনীয়, আছে নারীদের সম্পদ ত্যাগের ইতিহাস৷

ইসলামের জন্য প্রাণ উৎসর্গের সূচনা করেছেন নারীরাই। এরই ধারাবাহিকতায় জমশেরপুর নিবাসী মরহুমা সইফা খাতুন রহঃ ও তার ওয়ারিসগন দান করেন অত্র প্রতিষ্ঠাটির ভূমি ৷ সুন্দর ও সুচারুভাবে পরিচালনার লক্ষ্য এলাকার সকল ধর্মপ্রাণ মুরব্বীসহ সকল স্তরের জনগণ এগিয়ে আসেন যার যার অবস্থান থেকে জামিয়াকে পৌছাতে তার লক্ষ্যে৷ মুহতামিম হিসেবে নিয়োগ দেয়া হয় মাওলানা ক্বারী আবদুল হাই আব্দালপুরী দাঃবাঃকে ৷

প্রতিষ্ঠালগ্ন থেকে মুহতামিম পদে ছিলেন যারা: মাওলানা ক্বারী আব্দুল হাই আব্দালপুরী দাঃবাঃ ৷ মাওলানা মরহুম ইমাদ উদ্দীন জমশেরপুরী। আলহাজ্জ আব্দুল আলী আমতৈল রহঃ। মাওলানা কামরুল ইসলাম ছমির মিরেরচরী দাঃবাঃ। মাওলানা আব্দুল হাফিজ জমশেরপুরী দাঃবাঃ। মাওলানা মঈনউদ্দীন জমশেরপুরী দাঃবাঃ (ভারপ্রাপ্ত) । মাওলানা হারুন রশিদ দাঃবাঃ (নায়েবে মুহতামিম) 6/7/13 ইংরেজী থেকে বর্তমান মুহতামিম আলহাজ্জ মাওলানা মুফতি ফারুক আহমদ জমশেরপুরী দাঃবাঃ ৷

জামিয়ার নাজিমে তা’লীমাত (শিক্ষা সচিব) ছিলেন যারা ৷

মাওলানা আবদুল আজিজ কাগজপুরী দাঃবাঃ। মাওলানা সামছুল হুদা মাসুক দাঃবাঃ। মাওলানা শরফউদ্দীন আমতৈল দাঃবাঃ ৷ মাওলানা আবদুল মালিক এওলারপারী রহ৷ মাওলানা শহিদুল্লাহ বানিয়াচুঙ্গী দাঃবাঃ৷ মুফতি ফারুক আহমদ পুটিজুরী দাঃবাঃ৷ ৬ জুলাই ২০১২ ইসায়ি থেকে বর্তমান শিক্ষা সচিব হিসেবে আছেন মাওলানা জুলফিকার হুসাইন মাহমুদী৷ ২০১১/১২ ঈসায়ি সন থেকে জামিয়ার মহিলা শাখায় দাওরায়ে হাদীসের ক্লাস খুলা হয়৷

বুখারী শরীফের দারস দিচ্ছিলেন যারা

শাইখুল হাদীস আল্লামা আঃমালিক ধুলিয়াখালী দাঃবাঃ। শাইখুল হাদিস আল্লামা সাদিকুর রহমান শ্রীমঙ্গলী রহঃ । শাইখুল হাদীস আল্লামা আঃহান্নান শায়েখে পাগলা রহঃ। মাওলানা নুরুল হক শাহজীরগাওঁ দাঃবাঃ। মুফতি ফারুক আহমদ জমশেরপুরী দাঃবাঃ। মাওলানা জুলফিকার হুসাইন মাহমুদী (বাহুবলী) ৷

যাদের পদধূলিতে ধন্য হয়েছে জামিয়া

শাইখুল হাদিস আল্লামা শরফউদ্দীন ভেরাখালী রহঃ ৷ শাইখুল হাদীস আল্লামা সিরাজুল ইসলাম বিঃ বাড়িয়া রহঃ৷ শাইখুল হাদিস আল্লামা নুরউদ্দীন গহরপুরী রহঃ৷ কুতবে সুনামগঞ্জ আল্লামা আমিন উদ্দিন কাতিয়া রহঃ৷ শাইখুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জ দাঃবাঃ৷ শাইখুল হাদীস আল্লামা ইমদাদুল হক হবিগঞ্জী দাঃবাঃ৷ শাইখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান৷ শাইখুল হাদিস আল্লামা রশিদুর রহমান ফারুক বরুনা দাঃবাঃ৷ শাইখুল হাদিস আল্লামা আবদুল বাসিত বরকতপুরী দাঃবাঃ৷ শাইখুল হাদিস আল্লামা ফজলুর রহমান খান বানিয়াচঙ্গী৷ শাইখুল হাদিস আল্লামা আহমদ আলী৷ শাইখুল হাদিস আল্লামা মুফতি ওলিউর রহমান৷ মুফাসসিরে কুরআন আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী দাঃবাঃ৷ মুফাসসীরে কুরআন হাবিবুল্লাহ মিসবাহ রহঃ৷ মুফাসসীরে কুরআন যুবাইর আহমদ আনসারী দাঃবাঃ৷ ইসলামী চিন্তাবিদ ও বেফাকের সাবেক মহাসচিব মাওলানা আবদুল জব্বার জাহানাবাদী রহঃ৷ খলিফায়ে গহরপুরী শায়খ নুরুল ইসলাম সাহেব মইজপুরীসহ বহু বুজুর্গানে দ্বীনের রহমতী বরকতী ছুয়ায় ধন্য জামিয়া৷

প্রতিষ্ঠালগ্ন থেকে যারা জামিয়ায় টাকা পয়সা, বিদ্যা বুদ্ধি, শ্রম, দুআ ইত্যাদির মাধমে সাহায্য -সহযোগিতা করেছেন আপাম জনসাধারণের কাছে জামিয়া চিরঋণী। সকলের জন্য সুন্নতি বানী “জাযাকাল্লাহ” ৷ বিশেষ করে যারা চলে গেছেন এই পৃথিবী ছেড়ে তাদের সকলের জন্য দুআ করি যেন আল্লাহ তার রহমতের কোলে উঠিয়ে নেন, তাদের করবকে করেন নুরান্নিত। আমিন ৷

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...