কমাশিসা : আজ বৃহস্পতিবার বাদ জোহর আম বয়ানের মধ্য দিয়ে ফেনীতে তিন দিনব্যাপী তাবলিগি ইজতেমা শুরু হয়েছে। বাদ জোহর সাধারণ বয়ান শুরু করেন তাবলিগ জামাতের শীর্ষ আলেম মাওলানা মুনীর আহমেদ।
বাদ আছর মাওলানা আবু ওমায়ের এবং বাদ এশা মাওলানা রবিউল হক-এর আলোচনা করার কথা রয়েছে।
আম বয়ানের আগে বাদ ফজর ইজতেমার আমির মাওলানা নুর উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন তবলিগ জামাতের প্রবীণ মুরব্বি ডা. মহি উদ্দিন। তখন থেকেই দলে দলে ইজতেমা মাঠে মুসল্লিরা প্রবেশ করছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর দেবীপুর সুলতানিয়া মাদ্রাসা সংলগ্ন বিশাল মাঠে ৬ লাখ বর্গফুটের প্যান্ডেল ধর্মপ্রাণ মুসল্লিতে ভরপুর হয়ে উঠেছে।