শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ৬:১৫
Home / আকাবির-আসলাফ / বাংলা ভাষায় সীরাত চর্চায় মাওলানা মুহিউদ্দীন খান অনন্য দৃষ্টান্ত

বাংলা ভাষায় সীরাত চর্চায় মাওলানা মুহিউদ্দীন খান অনন্য দৃষ্টান্ত

মাতৃভাষা বাংলাকে জনসাধরণের নিকট প্রিয় করে তুলতে ও ইসলামী বিধিবিধান প্রচারে সর্বাপেক্ষা বেশী অবদান রেখেছে দেশের প্রাচীনতম মাসিক পত্রিকা মাওলানা মুহিউদ্দীন খাঁন রাহ. প্রতিষ্ঠিত ‘মাসিক মদীনা’। বাবায়ে জমিয়তখ্যাত মাওলানা শায়খ আশরাফ আলী বিশ্বনাথী রাহ. প্রতিষ্ঠিত জামিয়া মাদানিয়া বিশ্বনাথ সিলেটের উদ্যোগে মাসিক মদীনা সম্পাদক ফখরে মিল্লাত মাওলানা মুহিউদ্দীন খাঁন রাহ. স্মরণে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

মহানবী সা. এর সীরাত বাংলা ভাষায় ব্যাপক চর্চা, অর্ধশত গ্রন্থ রচনা, তাফসীরে মাআরিফুল কুরআন বঙ্গানুবাদের মাধ্যমে মরহুম মাওলানা মুহিউদ্দীন খান যে অবদান রেখে গেছেন বিশ্বের ইতিহাসে তা নজিরবিহীন। বাংলা একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উচিত মহান এই কর্মসাধকের মেধা ও সাহিত্যকর্মের মূল্যায়ন করা। বক্তারা দেশের সর্বাধিক পঠিত মাসিক পত্রিকা হিসেবে মদীনা সম্পাদককে জাতীয় পুরস্কারে ভূষিত করার দাবী জানান। গতকাল শনিবার (১১ ফেব্রুয়ারি) জামিয়া ময়দানে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

মাসিক আল ফারুকের ব্যবস্থাপনা সম্পাদক আলহাজ্ব হাফিজ হোসাইন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচনা পেশ করেন দৈনিক ইনকিলাবের সিনিয়র সহ-সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, সাপ্তাহিক জমিয়তের সম্পাদক মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মারকাজুল উলুম লন্ডনের প্রিন্সিপাল মাওলানা শোয়াইব আহমদ, মাসিক মদীনার বর্তমান সম্পাদক ড. আহমাদ বদরুদ্দীন খান, ইউরোপের জনপ্রিয় টিভি চ্যানেল ইক্বরা বাংলা টিভির উপস্থাপক মুফতি আব্দুল মুন্তাকিম, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা শাহ নজরুল ইসলাম, মাওলানা শাহ আশরাফ আলী মিয়াজানী, মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, মুফতি নাসির উদ্দীন খান, মাওলানা রশীদ আহমদ, সিলেট রিপোর্ট সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, কবি নাজমুল ইসলাম মকবুল, মাওলানা সালিম কাসেমী প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন জামিয়ার প্রিন্সিপাল মাসিক আল ফারুক সম্পাদক মাওলানা শিব্বির আহমদ। সেমিনার পরিচালনা করেন মুফতি খন্দকার হারুনুর রশীদ ও মাওলানা হাম্মাদ গাজিনগরী।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

মাননীয় প্রধানমন্ত্রী সমীপে জরুরী কিছু কথা!

কমাশিসা ডেস্ক: শুক্রবার ২৫সেপ্টেম্বার ২০২০. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি যখন কওমি শিক্ষা সনদের স্বীকৃতির ...