শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সন্ধ্যা ৬:৫৫
Home / আন্তর্জাতিক / সিআইএ‘র পদক পেল সৌদি

সিআইএ‘র পদক পেল সৌদি

অনলাইন ডেস্ক : সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন নায়েফকে আমেরিকার মর্যাদাপূর্ণ পদক ‘জর্জ টেনেট মেডেল’ দেয়া হয়েছে।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোয়েন্দা কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- সিআইএ এই পদক দেয়।

যুবরাজ নায়েফ হচ্ছেন সৌদি আরবের উপ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানী রিয়াদে গতকাল (শুক্রবার) তার হাতে সিআইএ’র পরিচালক মাইকেল পোম্পেও নিজে এ পদক তুলে দেন।

এক বিবৃতিতে নায়েফ পদক দেয়ার জন্য আমেরিকার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, রাজা সালমান বিন আব্দুল আজিজ আলে সৌদের নেতৃত্বে সৌদি আরব সন্ত্রাসবাদ-বিরোধী যে লড়াই চালাচ্ছে তার স্বীকৃতি হচ্ছে এই পদক। তিনি বিবৃতিতে আরো বলেছেন, সন্ত্রাসবাদের কোনো ধর্ম ও রজনৈতিক পরিচয় নেই।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

ইদলিবের মাধ্যমেই সিরিয়ার বিজয় সুচিত হবে ইনশাআল্লাহ!

ইদলিবে শিয়া মুনাফেক রুশ কাফেরদের এক কথায় তুলাধুনা চলবে……. প্রস্তুত তুরস্কের নৌবাহিনী সেনাবাহিনী বিমানবাহিনী। ইতিমধ্যেই ...