অনলাইন ডেস্ক : সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন নায়েফকে আমেরিকার মর্যাদাপূর্ণ পদক ‘জর্জ টেনেট মেডেল’ দেয়া হয়েছে।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোয়েন্দা কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- সিআইএ এই পদক দেয়।
যুবরাজ নায়েফ হচ্ছেন সৌদি আরবের উপ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানী রিয়াদে গতকাল (শুক্রবার) তার হাতে সিআইএ’র পরিচালক মাইকেল পোম্পেও নিজে এ পদক তুলে দেন।
এক বিবৃতিতে নায়েফ পদক দেয়ার জন্য আমেরিকার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, রাজা সালমান বিন আব্দুল আজিজ আলে সৌদের নেতৃত্বে সৌদি আরব সন্ত্রাসবাদ-বিরোধী যে লড়াই চালাচ্ছে তার স্বীকৃতি হচ্ছে এই পদক। তিনি বিবৃতিতে আরো বলেছেন, সন্ত্রাসবাদের কোনো ধর্ম ও রজনৈতিক পরিচয় নেই।