অনলাইন ডেস্ক : অধ্যাপক অজয় রায় শাসক দল আওয়ামী লীগের প্রতি হেফাজতে ইসলাম বাংলাদেশকে দমন করার আহবান জানিয়েছেন। গণজাগরণ মঞ্চের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে রোববার বিকালে রাজধানীর শাহবাগে আলোচনা সভায় তিনি এ আহবান জানান।
তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি আমাদের আবদার, আপনি এবং আপনার দল যারা ধর্মনিরপেক্ষ দল বলে গর্ব করে আওয়ামী লীগ এখন হেফাজতের বিরুদ্ধে মাঠে নামুন।’
তিনি আরও বলেন, ‘হেফাজতকে যদি আমরা প্রশ্রয় দিই, তাদের কথায় পাঠ্যপুস্তক পরিবর্তন মেনে নিই, তাহলে আমাদের মুক্তিবুদ্ধি চর্চার যে বাংলাদেশ এবং বাহাত্তরের সংবিধানের বাংলাদেশকে রাখতে পারব না। এটি শীঘ্রই পাকিস্তানের আদর্শে একটি সাম্প্রদায়িক দেশ হবে, প্রধানমন্ত্রী আপনাকে তারা হিজাব পরিয়ে ছাড়বে।’
সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘আজ আমরা দেখছি, ধর্মভিত্তিক সংগঠনগুলো সামগ্রিক শিক্ষাকাঠামো নিয়ন্ত্রণ করছে। তারা ঠিক করে দিচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কী পড়বে, কী পড়বে না! হেফাজতে ইসলামের দাবি সরকার ‘একদম অক্ষরে অক্ষরে পালন করছে’ মন্তব্য করেন তিনি।
ইআম