পাঁচবিবি থানার ওসি আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফেইসবুকে ধর্মীয় অবমাননার ছবি পোস্ট করার খবরে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। পরে বুধবার গভীর রাতে তাকে তার বাড়ি থেকে আটক করে থানায় আনে পুলিশ।” খবর বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকমের।
পাঁচবিবির ওসি আশরাফুল বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার সব মন্দির প্রাঙ্গণ, গ্রেপ্তারকৃত সুজনের বাড়িসহ গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সুজনের নামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে পুলিশ বাদী হয়ে মামলা করেছে জানিয়ে ওসি বলেন, “এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা হবে।” তবে পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব এ ঘটনাকে চক্রান্ত বলে মনে করছেন।
সুজনের বাবা তারাপদ মোহান্তের দাবি, তার ছেলে এ কাজ করেনি। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “যে-ই কাজটি করুক না কেন তা অন্যায় হয়েছে। আমি ধর্মপ্রাণ সকল সম্প্রদায়ের মানুষসহ দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি।” বিডিনিউজ।
ইআম