আমিন মুনশি
আকাশ জুড়ে মেঘের ভেলা
নামবে বৃষ্টি ঝুম
বাইরে হঠাত্ করছে আঁধার
শব্দ গুড়ুম গুড়ুম।
টিনের চালে ছন্দ তুলে
পড়বে এখন বৃষ্টি
মনের ভিতর নানান রকম
ভালোলাগার সৃষ্টি।
বৃষ্টি এলে ভিজতে যাবো
খেলবো পুতুল বিয়ে
বৃষ্টি শেষে ফিরবো ঘরে
স্বপ্ন-আবেগ নিয়ে।