কমাশিসা : দেশের প্রচীনতম ঐহিত্যবাহী ফেনি জেলার উলামা বাজার মাদরাসার মহাপরিচালক আল্লামা সাইয়িদ আহমদ আর নেই । ইন্নালিল্লাহি অ-ইন্না ইলাইহি রাজিঊন।
আজ রবিবার ১১ টা ৩০ মিনিটে তিনি ঢাকার পান্থপথ শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
আল্লামা সাইয়িদ আহমদ ফেদায়ে মিল্লাত হযরত হাফেজ্জী হুজুর রহ. এর অন্যতম খলীফা।
মরহুমের জানাজা আজ বাদ মাগরিব উলামা বাজার মাদরাসায় অনুষ্ঠিত হবে।