শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৩:২৭
Home / পরামর্শ / বানানচর্চা : ০১

বানানচর্চা : ০১

মুহাম্মদ মুহিউদ্দীন কাসেমী :

বানান ও ভাষারীতি সম্পর্কে অগোছালো, বিক্ষিপ্ত ও অধারাবাহিক কিছু পোস্ট দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ– অনেকে উপকৃত হয়েছেন। নিয়মিত কোনো কাজ করা আমার ধাতে সয় না। তবুও কাজটি ধারাবাহিক ও নিয়মিত করার মনস্থ করেছি। আল্লাহ তাওফিকদাতা।

ওয়ার্ডে ও নেটে বাংলা লেখায় কিছু পার্থক্য আছে। নেটে অনেক বর্ণ ও প্রতীক লেখা যায় না। এ কারণে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হয়। এতৎসত্ত্বেও পিছপা হতে চাচ্ছি না।

বানানচর্চার এ ধারাবাহিকতা প্রথমত আমার জন্য। বানান-বিষয়ে নিজের জ্ঞান বৃদ্ধি ও সমৃদ্ধির উদ্দেশেই এ পরিকল্পনা। পাশাপাশি আমার বাণী দ্বারা কেউ উপকৃত হলে নিজ কুরবানির পুণ্য পাব; শূন্য হাতে ফিরব না আশা করি। এ লক্ষেই আমার আসা।

★ পরীক্ষা চলাকালীন সময়ে কেউ কথা বলবে না।
★ নামায চলাকালীন সময়ে কথা বলা নিষেধ।

এ দুটো বাক্যে কালীনের পরে সময় ব্যবহার করা ভুল। কারণ, কালীন মানেই সময়; তাই পরে আবার সময় উল্লেখ করা নিরর্থক। বাহুল্যযুক্ত হওয়ায় পরিত্যাজ্য।
এভাবে লেখা যায় :
★ পরীক্ষা চলাকালীন কেউ কথা বলবে না।
★ পরীক্ষা চলাকালে…।
★ পরীক্ষা চলাবস্থায়…।
★ পরীক্ষার সময়ে কেউ…।

চলবে…

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

কওমীর নিউ ভার্সন এবং রাষ্ট্র থেকে স্বেচ্ছা নির্বাসন!

সৈয়দ শামছুল হুদা: বাংলাদেশের একটি আলোচিত অন্যতম রাজনৈতিক দলের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। সরকারে থাকা ...