রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৪:১৫
Home / কওমি অঙ্গন / অজানা দেওবন্দ ১১

অজানা দেওবন্দ ১১

মুহাম্মাদ নাজমুল ইসলাম :

এতনে পয়সা কি ক-ই জরুরত নেহী…

বর্তমান হিন্দের রুপীর এক দূর্দিন অতিক্রম হচ্ছে। বস্তা বস্তা হাজার আর পাচশত টাকার নোট আজ ঝালমুড়ির কাগজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। দেখা যাচ্ছে অনেক ধরণের ম্যাজিক। অসম্ভব ধনীদের দানশীলতা তুঙ্গে। সবার সাখাওয়াতি দেখে সচরাচরের নিঃস্বরা হিমসিম খাচ্ছে। ২০০/৩০০ কোটি টাকার মালিক হলেও সারাদিন লাইনে দাঁড়িয়ে মাত্র ২০০০ টাকার নোট বদল করতে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে। কেউবা ৫০০ টাকার নোট নিয়ে সোজা চলে যাচ্ছে রেলওয়ে স্টেশনে। বিশাল লম্বা লাইনে দাঁড়িয়ে ১০০/১৫০ টাকার টিকিট কিনে সাথে সাথেই তা ছিঁড়ে ফেলে বাকী টাকা নিয়ে বাসায় ফিরছেন।

এমন সময় একটা ঘটনা শুনে চমকেই উঠলাম। ভাবলাম। চিন্তারাজ্যে ডুবে রইলাম।
কিন্তু কী ঘটনা?
আগেই বলি দারুল উলূমের নির্দিষ্ট যিম্মাদার ব্যতিত যে কেউ যে কোনো উস্তাদ মাদরাসার চাঁদা করেন না। প্রায় মোটা অংকের চাঁদা-ই অনেকেই না বলে মাদরাসার একাউন্টে ট্রান্সফার করে দেয়।

আজ উস্তাদে মুহতারাম হজরত মাওলানা সাঈদ আহমাদ পালনপুরী সাহেব’এর মজলিসটা ছিলো প্রাণবন্ত। হুজুর বায়ানের মাঝে মাঝে অনেক ইবরতের (শিক্ষিনীয়) ঘটনা শুনালেন। কিন্তু শ্রবণকৃত একটা ঘটনা সবাইকে চমকে দিলো।
বললেন, গত দুদিন পূর্বে অনুষ্ঠিত মজলিসে শুরায় মুহতামিম সাহেব আজীব এক ঘটনা শুনালেন।
তা কী?
বললেন, গত কয়েকদিন আগে টমটম নিয়ে সাধারণ ড্রেস পরা দুজন লোক মুহতামিম সাহেব’র কাছে আসলো। আইসা বলল, হজরত! আমরা চাচ্ছি দারুল উলূমে ২০০ কোটি টাকা দেবো। এবং স্রেফ আপনাকে তিনকোটি টাকা হাদিয়া দেবো।
কিন্ত মুহতামিম সাহেব প্রতি উত্তরে কি বললেন?
শুনবেন…?
বললেন, ভাই! আমার এবং আমাদের এতো টাকার জরুরত নেই। আমাদের আগামী বছরের যে বাজেট ঘোষণা করা হয়েছে, আলহামদুলিল্লাহ্‌ তা কালেকশন হয়ে গেছে। এই বলে উনাদের আপ্যায়ন করে বিদায় দিয়ে দিলেন।

এমন ঘটনা হুজুরের মুখ থেকে শোনার পুরা মজলিসে উপস্থিত ছাত্ররা চমকে গেলো।

এটাই তো ‘দারুল উলূম’।
আর তিনিইতো দারুল উলূমের মুহতামিম।

আর এজন্যইতো বলা হয়!

“আ’বীদকে ইয়াক্বী সে রাওশন হে সাদাত কা সাচ্চা সাফ আ’মল,
আকৌ নে দেখা দেকহি হোগা ইখলাস কা আয়সা তাজমহল “

লেখক : শিক্ষার্থী, দারুল উলূম দেওবন্দ

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...