শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ৯:৩১
Home / দেশ-বিদেশ / জুমার দিন মাদরাসা বন্ধ থাকলে প্রধান শিক্ষককে বরখাস্ত

জুমার দিন মাদরাসা বন্ধ থাকলে প্রধান শিক্ষককে বরখাস্ত

হিন্দুত্ববাদী বিজেপি শাসিত অসমের শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এক হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জুমার দিনে অর্থাৎ শুক্রবার মাদ্রাসা বন্ধ থাকলে প্রধান শিক্ষককে বরখাস্ত করা হবে। গতকাল (সোমবার) এক সংবাদ সম্মেলনে তিনি ওই হুঁশিয়ারি দিয়েছেন।

হিমন্তবিশ্ব শর্মা রমযান মাসে মাদ্রাসা বন্ধ রাখারও তীব্র বিরোধিতা করেছেন। তিনি প্রশ্ন তুলে বলেছেন, ‘রমযানে ভারতে কেন মাদ্রাসা বন্ধ থাকবে? সরকারি কার্যালয় বন্ধ তো বন্ধ থাকে না। কেন মাদ্রাসা বন্ধ থাকবে? বাংলাদেশ, পাকিস্তানে বন্ধ থাকতে পারে, ভারতে কেন বন্ধ থাকবে?’

শ্রী শর্মা সাফ জানিয়েছেন, ‘এখন থেকে কোনো মাদ্রাসায় শুক্রবার বন্ধ রাখার খবর পাওয়া গেলে প্রধান শিক্ষককে বরখাস্ত করা হবে।’

হিমন্তবিশ্ব শর্মা অসমে সাবেক কংগ্রেস সরকারে যখন শিক্ষামন্ত্রী ছিলেন, তখনও অবশ্য বিভিন্ন জায়গায় শুক্রবার মাদ্রাসা বন্ধ রাখা হতো। তিনি এখন এ ব্যাপারে ক্ষমা প্রার্থনা করেছেন।

তিনি বলেন,‘আমি নিজেই শিক্ষামন্ত্রী ছিলাম কংগ্রেস সরকারে, কিন্তু বিষয়টি জানতাম না। সেজন্য আমি ক্ষমাপ্রার্থী। যেদিন শুনেছি সে দিনই এই ব্যবস্থা পাল্টানোর নির্দেশ দিয়েছি।’

হিমন্ত বলেন,‘সেদিন প্রাথমিক স্কুল-মাদ্রাসায় গুণউৎসব পালন করা নিয়ে আলোচনার সময় জানতে পারি লখিমপুর, নগাঁও, মরিগাঁওয়ে না কি শুক্রবার বন্ধ থাকে সরকারি মাদ্রাসা। অথচ সরকারের কাছে ওই খবর নেই।’

এ নিয়ে বিতর্কের কথা উড়িয়ে দিয়ে তিনি বলেন,‘এ নিয়ে বিতর্কের কী আছে? সরকারকে না জানিয়ে অবৈধভাবে শুক্রবার মাদ্রাসা বন্ধ রাখা হচ্ছে। দেশে রোববার ছুটি পালিত হয় সেখানে মাদ্রাসায় শুক্রবার ছুটি থাকবে কেন?’

হিমন্তবিশ্ব শর্মা অবশ্য বলেছেন, শুক্রবারে নামাজে বাধা দেয়ার কোনো প্রশ্নই নেই। নামাজের সময় মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা নামাজ পড়বেন। তারপরে পুনরায় পড়াশোনা চলবে। সূত্র: পার্স টুডে

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

ইদলিবের মাধ্যমেই সিরিয়ার বিজয় সুচিত হবে ইনশাআল্লাহ!

ইদলিবে শিয়া মুনাফেক রুশ কাফেরদের এক কথায় তুলাধুনা চলবে……. প্রস্তুত তুরস্কের নৌবাহিনী সেনাবাহিনী বিমানবাহিনী। ইতিমধ্যেই ...