ব্রাজিলের একটি ক্লাব ফুটবল দলকে বহনকারী বিমান কলম্বিয়ায় বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৮১ জন যাত্রী ছিলেন। সোমবার রাতে মেডেলিন নগরীর কাছে বিমানটি বিধ্বস্ত হয়। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
এ ঘটনার বিস্তারিত এখনো পাওয়া যায়নি তবে বিভিন্ন খবরে জানা যাচ্ছে কেউ-কেউ বেঁচে আছেন।
কর্মকর্তা বলছেন, এ বিমানটিতে ব্রাজিলের ফুটবল ক্লাব চ্যাপিকোনিসের খেলোয়াড়রা ছিলেন। বিমানটি যখন কলম্বিয়ার মেডেলিন আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে যাচ্ছিল সে সময় এটি বিধ্বস্ত হয়।
দক্ষিণ আমেরিকান ক্লাব ফুটবলের ফাইনাল ম্যাচ খেলার জন্য দলটি বলিভিয়া থেকে যাত্রা শুরু করেছিল। বুধবার ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই দুর্ঘটনার পর ম্যাচটি স্থগিত করা হয়।
কর্মকর্তারা বলছেন, শহরের বাইরে একটি পার্বত্য এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে।
কলম্বিয়ার মেডেলিন শহরের মেয়র এ বিমান দুর্ঘটনাকে একটি ট্র্যাজেডি বলে বর্ণনা করেছেন। তবে বিমানের কোন-কোন আরোহী জীবিত থাকার সম্ভাবনা আছে বলে তিনি মনে করেন।