সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ২:৩২
Home / আকাবির-আসলাফ / বেফাক মহাসচিবের মাগফেরাত কামনায় দেওবন্দে দোয়া

বেফাক মহাসচিবের মাগফেরাত কামনায় দেওবন্দে দোয়া

মুহাম্মাদ নাজমুল ইসলাম, দেওবন্দ থেকে: বেফাক মহাসচিব মাওলানা আব্দুল জব্বার রহ. এর মাগফেরাত কামনা করে দারুল উলুম দেওবন্দের দারুল হাদিসে দোয়া অনুষ্ঠিত হয়েছে। দারুল হাদিসের সব ছাত্রকে নিয়ে দোয়া পরিচালনা করেন দারুল উলূমের শায়খুল হাদীস ও সদরুল মুদাররীসিন মুফতি সাঈদ আহমাদ পালনপুরী।

বাদ মাগরীব দারুল উলূম দেওবন্দের দারুল হাদীসে মুফতি সাঈদ আহমাদ পালনপুরী দরস শুরু করার পূর্বেই বেফাক মহাসচিব এর ইন্তেকালের সংবাদ ঘোষণা করে দরসের প্রায় ১৮০০ শিক্ষার্থীকে নিয়ে মরহুমের মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সাবরে জামীল কামনা করে দোয়া করেন।

উল্লেখ্য, বেফাকের মহাসচিব মাওলানা আবদুল জব্বার আজ সকাল ১০ টা ১০ মিনিটে রাজধানীর মগবাজারে অবস্থিত হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

সীমান্তে অভিবাসী শিশুদের তাড়াতেও কাঁদানে গ্যাস!

কমাশিসা: কাঁদানে গ্যাসের ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারদিক। আতঙ্কে ছুটোছুটি করছে অনেকগুলি পরিবার। শিশুদের জাপটে ধরেছেন ...