কমাশিসা: চালু হলো কওমি শিক্ষা কমিশনের সরকারি অফিস। আজ ১৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে অফিস বুঝে নিয়েছেন কমিশনের সদস্য সচিব মুফতি রুহুল আমীন। উত্তরা হাজি ক্যাম্পে অবস্থিত অফিসটি বুঝে নেন তিনি।
এ বিষয়ে কওমি সনদ বাস্তবায়ন পরিষদের প্রেস সচিব মুফতি তাসনিম আওয়ার ইসলামকে জানান, ২০১২ সালে কওমি শিক্ষা কমিশন গঠনের সময়ই এই অফিসটি কওমি কমিশনের জন্য বরাদ্দ ছিলো। কিন্তু কওমি কমিশনের কাজ দীর্ঘ দিন বন্ধ থাকার কারণে অফিসটিও বন্ধই ছিলো। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় মেয়াদ বাড়িয়ে পুরনো কমিশনটিকে সক্রিয় করার কারণে বন্ধ অফিস আবার চালু করা হলো।
গত ৯ অক্টোবর একটি প্রজ্ঞাপন জারি করে কওমী মাদরাসার শিক্ষা ব্যবস্থার স্বীকৃতি বাস্তবায়নের লক্ষে ২০১২ সালের ১৫ এপ্রিল গঠিত ১৭ সদস্যের কমিটির মেয়াদ বাড়ানো হয়।