রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ১০:১৫
Home / কওমি অঙ্গন / মাওলানা আনোয়ার শাহ’র সঙ্গে বেফাকের প্রতিনিধিদের মতবিনিময় সভা শুরু

মাওলানা আনোয়ার শাহ’র সঙ্গে বেফাকের প্রতিনিধিদের মতবিনিময় সভা শুরু

kisorganzবেফাকের প্রতিনিধিদের সঙ্গে মাওলানা আনোয়ার শাহ’র মতবিনিময় আলোচনা শুরু হয়েছে। প্রতিনিধিদের পক্ষ থেকে প্রথমেই কথা বলছেন মাওলানা নুরুল আমীন।

গত ১৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত বেফাকের ওলামা সম্মেলনে কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার মুহতামিম মাওলানা আনোয়ার শাহ’র সঙ্গে কিছু ব্যক্তির অসৌজন্যমূলক আচরণে পরিস্থিতি খারাপ হতে থাকে। দ্রুত বিষয়টি নিরসন করতে ঢাকার প্রতিনিধিগণ কিশোরগঞ্জে যাওয়ার সিদ্ধান্ত নেন। দুপুর ৩ টার পর প্রতিনিধি দলের ৮ জন সদস্য জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জে পৌঁছেছেন।

প্রতিনিধির মধ্যে রয়েছেন মাওলানা আবদুল জব্বার জাহানাবাদী, বেফাক মহাসচিব। মুফতী মুহাম্মদ ওয়াক্কাস, সহ-সভাপতি বেফাক বোর্ড । মুফতী মিজানুর রহমান সাঈদ, মা’হাদুশ শায়খ যাকারিয়া, বসুন্ধরা। মাওলানা মুসলেহুদ্দীন রাজু, সাংগঠনিক সম্পাদক ও সদস্য- মজলিসে শূরা ও আমেলা, বেফাকবোর্ড।  মাওলানা নূরুল আমীন, মুহাদ্দিস ফরিদাবাদ মাদরাসা। মুফতি ফয়যুল্লাহ, মুহাদ্দিস লালবাগ মাদরাসা। মাওলানা রেজাউল করীম, যুগ্ম সাধারণ সম্পাদক, বেফাক বোর্ড। মাওলানা নূরুল ইসলাম, মুহতামিম, খিলগাঁও মাদরাসা।

গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) জামিয়া শরইয়্যাহ মালিবাগে বেফাকের এক ঘরোয়া বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

মাননীয় প্রধানমন্ত্রী সমীপে জরুরী কিছু কথা!

কমাশিসা ডেস্ক: শুক্রবার ২৫সেপ্টেম্বার ২০২০. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি যখন কওমি শিক্ষা সনদের স্বীকৃতির ...