রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৩:১১
Home / প্রতিদিন / জুনায়েদ আল হাবীবকে চায় না কিশোরগঞ্জবাসী

জুনায়েদ আল হাবীবকে চায় না কিশোরগঞ্জবাসী

junaed-al-habib2-500x265কিশোরগঞ্জ প্রতিনিধি :: আগামী বৃহস্পতিবার কিশোরগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আলোচনা সভায় মাওলানা জুনায়েদ আল হাবিবের অংশগ্রহণ চায় না কিশোরগঞ্জবাসী। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভেরও সৃষ্টি হয়েছে জেলার আলেমদের মধ্যে। তারা ঘোষণা দিয়েছেন যেভাবেই হোক মাওলানা জুনায়েদ আল হাবিবকে তারা ঠেকাবেন।

জানা যায়, কিশোরগঞ্জে মাসিক মদিনা সম্পাদক আল্লামা মুহিউদ্দিন খান রহ. স্বরণে ২৭ অক্টোবর আলোচনা সভার আহ্বান করেছে জমিয়তে উলামায়ে ইসলাম। আর এতে অতিথি রাখা হয়েছে জমিয়তের সহ সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে। এটি নিয়েই ক্ষোভে ফুসছে জনগণ।

একাধিক ব্যক্তির সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করে জানা গেছে, ১৭ অক্টোবর রাজধানীর আরজাবাদে অনুষ্ঠিত বেফাকের উলামা সম্মেলনে মাওলানা আনোয়ার শাহ’র বক্তব্য অসমাপ্ত রাখার পেছনে মাওলানা জুনায়েদ আল হাবীবের অসৌজন্যমূলক আচরণকে দায়ী করছেন।

কিশোরগঞ্জ শহরে সাঁটানো পোস্টার থেকে মাওলানা জুনায়েদ আল হাবীবের নাম কেটে দেয়া হচ্ছে।বিষটি জানতে চাওয়া হলে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক আলেম বলেন, কিশোরগঞ্জের মাটিতে আমরা জুনায়েদ আল হাবীবকে দেখতে চাই না। তিনি যা করেছেন এটির সুরাহা না হলে ভবিষ্যতে ভালো সম্পর্ক অসম্ভব।

বিষয়টি জানতে চাওয়া হলে কিশোরগঞ্জ জেলা জমিয়তের সভাপতি মাওলানা মুহাম্মদুল্লাহ জামী আওয়ার ইসলামকে বলেন, মাওলানা জুনায়েদ আল হাবীবের ব্যাপারে আমার কাছে আলেমরা এসেছেন। তাদের আপত্তির কথা পেশ করেছেন। তবে বৃহস্পতিবার ঢাকায় ভিন্ন প্রোগ্রাম থাকার কারণে মাওলানা হাবীব কিশোরগঞ্জ আসবেন না বলে জানান মাওলানা মুহাম্মদুল্লাহ জামী।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...