কমাশিসা অনুসন্ধান ডেস্ক: ১২ অক্টোবরের সম্মিলিত বোর্ডগুলোর সাথে আল্লামা আহমদ শফী সাহেবের আহ্বানে মিটিংগে সকলের অংশগ্রহন যখন নিশ্চিত পর্যায়ে ছিলো তখন বেফাক মহাসচিব আল্লামা জব্বার বেঁকে বসেছেন। মিটিংগে যেহেতু কোন রাজনৈতিক ব্যক্তি অংশগ্রহন করতে পারবেন না সেহেতু তিনি অনেক কাকুতি মিনতি করে যখন ব্যর্থ হয়েছেন তখন না যাওয়ার সিদ্ধান্তে অনেকে বিষ্মিত হয়েছেন। বিশ্বস্ত সুত্রে জানা গেছে আল্লামা আহমদ শফী দামাত বারাকাতুহুমও নীতিগত ভাবে আর বেফাকের সাথে থাকতে চাইছেন না। তিনি যে কোন মূল্যে ঐক্যপ্রক্রিয়া ধরে রাখতে চাইলেও বেফাকের মহাসচিব সহ কিছু রাজনৈতিক আশ্রিত ব্যক্তিদের হঠকারিতায় তা আর সম্ভব হয়ে উঠছেনা।
এটাও পড়তে পারেন
কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ
খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...