বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ৯:৫২
Home / নারী-পুরুষ / কলেজ ছাত্রী খাদীজার জন্য মাদরাসা ছাত্রদের বিক্ষোভ মিছিল

কলেজ ছাত্রী খাদীজার জন্য মাদরাসা ছাত্রদের বিক্ষোভ মিছিল

14642194_942587705856439_2056873557292650077_nকমাশিসা সিলেট ডেস্ক: খাদীজা নার্গিস কলেজ ছাত্রী। অন্ত্যত্য নির্মম ভাবে তাকে রাস্তার ফেলে কুপিয়েছে মানুষরূপী এক অমানুষ।সারা দেশ ফুসে উঠেছে। সর্বস্তরের জনতা খুনী বদরুলের ফাঁসি চায়। সিলেট জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদ্রাসার ছাত্ররা খাদীজার পাশে দাড়িয়েছে। প্রিন্সিপালের নির্দেশে আজ অনুষ্টিত হলো বিক্ষোভ মিছিল। বাংলাদেশের একমাত্র কওমি মাদরাসা বলা যায় যারা একজন কলেজ ছাত্রীর উপর পাশবিক অত্যাচারের বিরুদ্ধে মিছিল বের করলো।আমাদের স্থানীয় প্রতিনিধি জানান- সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে সিলেট সরকারী মহিলা কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর শাবিপ্রবি ছাত্রলীগ নেতা বদরুল আলমের নৃশংস হামলা ও তাকে কুপিয়ে মারাত্মক আহত করার প্রতিবাদে আজ জামেয়া মাদানিয়া কাজির বাজার সিলেট থেকে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি কল্যাণ ট্রাস্ট- বাস্তবতা ও প্রয়োজনীয়তা

খতিব তাজুল ইসলাম: ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...