কমাশিসা ডেস্ক: বাংলাদেশ কোরআন শিক্ষাবোর্ডের পক্ষে সহসভাপতি মাওলানা ফয়জুল করীমের নেতৃত্বে বৃহস্পতিবার (৬ অক্টোবর) কওমী মাদরাসা শিক্ষা কর্তৃপক্ষ প্রতিষ্ঠাকল্পে গঠিত কমিটির আহ্বায়ক আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাত করে নিজেদের ঐকমত্যের কথা জানায়।
ফয়জুল করীম বলেন, সনদের স্বীকৃতি নিয়ে আর কোনো টালবাহানা নয়। স্বীকৃতি আদায়ে মরহুম চরমোনাইয়ের ভক্তকুল আল্লামা মাসঊদের সঙ্গেই থাকবে ইনশাআল্লাহ।
এদিন সন্ধ্যায় ফরীদ উদ্দীন মাসঊদের বারিধারার বাসভবনে কোরআন শিক্ষাবোর্ড নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। কাফেলায় আরো ছিলেন মুফতি সৈয়দ নুরুল করীম ও মাওলানা গাজী আতাউর রহমান। তারা স্বীকৃতিবিষয়ক কিছু প্রস্তাবনাও আল্লামা মাসঊদের কাছে তুলে ধরেন।
বাংলাদেশ কোরআন শিক্ষাবোর্ডের নেতৃবৃন্দের স্বীকৃতিবিষয়ক এগিয়ে আসাকে অভিনন্দন জানিয়েছে কওমী শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ। পরিষদ আহ্বায়ক মুফতি আবুল কাসেম ও মাওলানা ইয়াহইয়া মাহমুদ এক বিবৃতিতে বলেন, দেশের সব শীর্ষ আলেম একজোট। ইনশাআল্লাহ এবার আমরা স্বীকৃতি নিয়েই ঘরে ফিরবো।
সুত্র-কনিজ