
ওরা দ্বীনকে বানিয়েছে ব্যবসার কাঁচামাল। শরীয়তকে বানিয়েছে ঘরের লোন্ডী। কোরআনকে বানিয়েছে তাবীজের পুটলা। হাদীসকে বানিয়েছে নাফসের সওদা।ওরা সুরতে আলখেল্লা, খাসলতে সাম্প্রদায়িক, মননে সংক্ষীর্ণতা। কথাবর্তায় মিথ্যুক। ওদের ঈমানের অপর নাম কুরশি। মহব্বতের অপরনাম গদি। লিল্লাহিয়তের অপরনাম পদ। সত্যি বলতে কি ওরা দুনিয়া ও আখেরাতের কল্যাণের পথে মারাত্মক কেন্সার ভাইরাস। সিদ্দীকে আকবার আজ বেঁচে থাকলে যাকাত অস্বীকার কারীদের সাথে সাথে ওদের বিরুদ্ধেও জেহাদ ঘোষণা দিতেন। তবে এই সময় হয়তো খুব দূরে নয়; মুসলিম উম্মাহ পোশাকি এই নর পিশাচদের বিরুদ্ধে জেহাদ শুরু করে দিবে ইনশাআল্লাহ।