‘পাকিস্তান একটি ইসলামি পরমাণু শক্তিধর দেশ। পাকিস্তান ইসলামের ওপর প্রতিষ্ঠিত হয়েছে, এর অতীতেও ইসলাম ছিল ভবিষ্যতেও ইসলাম থাকবে। পাকিস্তানকে রক্ষা করা ঈমানের দাবি। কারও ধমকে আমরা নত হবো না। পাকিস্তান সরকার ও পাক সেনাবাহিনী ভারতের সঙ্গে কঠিন মোকাবেলা করবে।’
বৃহস্পতিবার দারুল উলুম তা’লীমুল কোরআন মাদরাসার একটি নতুন ভবন উদ্বোধন কালে এসব কথা বলেন পাকিস্তানের ইসলামী রাজনীতিবিদ ও শীর্ষ আলেমরা। এ সময় তারা পাক-ভারতের চলমান অস্থিরতা নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন।
তারা বলেন, পাকিস্তান মুসলিমবিশ্ব ও বিশ্বনিরাপত্তায় তাদের ভূমিকা পালন করছে। ভারতের শিয়ালদের বকবকানিতে পাকিস্তানি জাতি ভীত নয়। যুদ্ধ লেগে গেলে পাকিস্তানের জনগণ ও পাক-সেনাবাহিনী ভারতকে উচিত শিক্ষা দিয়ে দিবে। পাকিস্তানকে রক্ষা করা আমাদের ঈমানের দাবি।
শীর্ষ আলেমদের মাঝে ছিলেন পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান, মাওলনা শামিউল হক, পাকিস্তান জামায়াতে ইসলামের আমির সেনিটর সিরাজুল হক ও জামায়াতুত দাওয়ার প্রধান হাফেজ সাঈদসহ শীর্সপর্যায়ের আলেমরা।আস