কমাশিসা নিউজ : বেফাকের বর্তমান উপ কমিটিকেও প্রত্যাখান করেছেন কওমি মাদরাসা কল্যাণ পরিষদের চেয়ারম্যান মুফতি আবরার আল -হুসাইনি ৷ তিনি আজ এক বিবৃতিতে বলেন যে, যারা হাটহাজীর হুজুরকে লিয়াজুকমিটিতে রাখেনি তাদের উদ্দেশ্য খারাপ। আহমদ শফি হুজুরের নাম না থাকায় উপকমিটি কে প্রত্যাখান করে তিনি বলেন- তাদের উদ্যেশ্যে বলছি বেফাক যে বর্তমান লিয়াজোঁকমিটি করেছে সেখানে কি হাটহাজারীর হুজুরকে রাখা হয়েছে? রাখা হয়নি ৷ তাই আমরাও যতক্ষণ পর্যন্ত হাটহাজারি হুজুরের নাম সংযুক্ত করা হবেনা ততক্ষণ পর্যন্ত তা প্রত্যাখ্যান করেই যাবো।বিবৃতিতে আরো বলা হয় বর্তমান উপকমিটিতে না জানিয়ে যাদের নাম দেওয়া হয়েছে তারাও প্রত্যাখান করেছেন। বিবৃতিতে তিনি স্বীকৃতি বাস্তবায়ন কমিটি ও বর্তমান উপকমিটি সহ শিক্ষা মন্ত্রিকে অভিনন্দন জানিয়ে স্বীকৃতির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বিশেষ ভাবে অনুরুধ করেন ৷
এটাও পড়তে পারেন
কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ
খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...