কমাশিসা নিউজ ডেস্ক: কওমি মাদরাসা স্বীকৃতি বিষয়ে প্রজ্ঞাপন জারি করায় শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদকে অভিনন্দন জানিয়েছেন কওমি মাদরাসা শিক্ষা সংস্কার আন্দোলন কমাশিসার প্রবক্তা খতিব তাজুল ইসলাম, মাদরাসা উন্নয়ন পরিষদ (হবিগঞ্জ)এর আহ্বায়ক , কওমি চিন্তক,ও সাহিত্যিক সৈয়দ মাওঃ আনোয়ার আব্দুল্লাহ ও সদস্য সচিব মাওঃ জুলফিকার হুসাইন মাহমুদী সহ আরো অনেকে। গতকাল এক যৌত বিবৃতিতে বলেন, কওমী মাদরাসার লাখ লাখ শিক্ষার্থীদের স্বীকৃতির প্রয়োজনীয়তা উপলব্ধি করে প্রজ্ঞাপন জারি করায় সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রীকে ধন্যবাদ জানাই। কওমী মাদরাসার শিক্ষাব্যবস্থাপনা, শিক্ষাদানের বিষয় ও কওমী মাদরাসার শিক্ষাসনদের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে সুপারিশমালা প্রণয়নের জন্য গঠিত কমিশনের সুপারিশের আলোকে ‘বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা কর্তৃপক্ষ’ প্রতিষ্ঠাকল্পে বর্তমান সময়ের আলোকে অধিকতর উপযোগীকরণের লক্ষ্যে পরীক্ষা-নিরীক্ষাপুর্বক সুপারিশ/মতামত শিক্ষামন্ত্রণালয়ে দাখিলের জন্য আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ ও মুফতি রুহুল আমীন সহ সংশ্লিষ্ট সকলকে মোবারকবাদ জানানো হয়েছে।
গঠিত কওমি মাদরাসা কর্তৃপক্ষ কমিটির সদস্যরা হলেন- চট্টগ্রামের জামেয়া দারুল মা’আরিফ’র মহাপরিচালক মাওলানা সুলতান যওক নদভী ও পটিয়া মাদ্রাসার মহাপরিচালক মাওলানা আবদুল হালিম বোখারী, কিশোরগঞ্জের জামেয়া ইমদাদিয়ার মুহতামিম মাওলানা আনোয়ার শাহ, সিলেট খাদিমনগরের দক্ষিণকাছ হোসাইনিয়া ইসলামিয়া মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা আব্দুল বাসেত বরকতপুরি, ঢাকার ফরিদাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা আবদুল কুদ্দুস, বসুন্ধরার ইসলামিক রিসার্স সেন্টারের সিনিয়র মোহাদ্দিস মুফতি এনামুল হক, খুলনার জামিয়া মাদানীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইমদদুল্লাহ কাশেমী। সদস্যসচিব করে কমিটি গঠন করায় আমরা সন্তোষ প্রকাশ করছি।