রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ২:১৬
Home / কওমি অঙ্গন / পদ ও নেতৃত্বের দ্বন্ধে গঠিত কমিশন প্রত্যাখান করলো বেফাক

পদ ও নেতৃত্বের দ্বন্ধে গঠিত কমিশন প্রত্যাখান করলো বেফাক

befaq-meeting28sep16কওমী মাদরাসা শিক্ষাসনদ স্বীকৃতি দেয়র লক্ষ্যে সরকার কর্তৃক ঘোষিত মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদের নেতৃত্বে গঠিত কমিশন বেফাকের প্রত্যাখান।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে হাটহাজারী মাদরাসায় অনুষ্ঠিত বেফাকের জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

বেফাকের সভাপতি আল্লামা আহমদ শফির সভাপতিত্বে দুপুর ১২টা থেকে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আল্লামা আশরাফ আলী, মাওলানা আজহার আলী আনোয়ার শাহ, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা সাজিদুর রহমান, মুফতি ওয়াক্কাস, মাওলানা জুনাইদ বাবুনগরী, মাওলানা আবদুল জব্বার জাহানাবাদী, মাওলানা মাহফুযুল হক,  মাওলানা আবদুল হামিদ ( পীর সাহেব মধুপুর) মাওলানা নুর হোছাইন কাসেমী, মুফতি সাখাওয়াত হোসাইন, মাওলানা জুনাইদ আল হাবীব, মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা মনজুরুল ইসলাম, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা আবদুল কুদ্দুস (আরজাবাদ) প্রমুখ।

02

সরকার গঠিত ৯ সদস্য বিশিষ্ট কমিটির প্রজ্ঞাপন

সভায় বেফাক ও আল্লামা আহমদ শফির নেতৃত্বে কমিশন গঠন করলেই কেবল মেনে নেয়া হবে বলেও সিদ্ধান্ত নেয়া হয়েছে।  এবং এ বিষয়ে সরকারের সথে নিয়াঁজো করার জন্য ৭ সদস্য বিশিষ্ট সাব কমিটি গঠন করা হয়।  আল্লামা আশরাফ আলীরি নেতৃত্বে কমিটর অন্যান সদস্যরা হলেন মাওলানা আজহার আলী আনোয়ার শাহ, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা সাজিদুর রহমান, মুফতি মুহাম্মাদ ওয়াক্কাস, মাওলানা মাহফুযুল হক, মাওলানা নুরুল ইসলাম জিহাদী।

সভায় আগামী সোমবার (০৩ অক্টোবর) দেশের সকল আঞ্চলিক বোর্ড-এর প্রতিনিধিদের সমন্বয়ে হাটহাজারী মাদরাসায়  বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়। সেই বৈঠক থেকে সকলের মতামতের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ে একটি সুপারিশ পেশ করা হবে।

সুত্র- qaominews.com

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...