বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সন্ধ্যা ৭:৩৭
Home / আন্তর্জাতিক / ইরাকের ২য় বৃহত্তম শহর মসুল উদ্ধারের জন্য আমেরিকার কাছে সেনার আবেদন

ইরাকের ২য় বৃহত্তম শহর মসুল উদ্ধারের জন্য আমেরিকার কাছে সেনার আবেদন

iraq-mosulকমাশিসা আরব ডেস্ক: শীয়া শাসিত ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবেদী আমেরিকার কাছে আরো সৈন্য প্রেরণের জন্য জরুরী আবেদন করেছে। আইএসের দখলে থাকা মসুল শহরকে উদ্ধারের জন্য ইরাকী সেনারা অনেক দিন যাবত চেষ্টা করে যাচ্ছে। কিন্তু স্বঘোষিত জেহাদীদের হটানো খুব সহজ নয় ভেবে তারা  আমেরিকার কছে আরো সৈন্য চেয়ে চিঠি পাঠিয়েছে। আস্তে আস্তে আ্ইএসের কবল থেকে ইরাক মুক্তি পেতে গেলেও ইরানের প্ররোচনায় সুন্নীরা ইরাকে খুব নিগৃহিত হচ্ছে।

সুত্র-ডেইলি জাংগ

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

ইরাকের অভ্যন্তরে হস্তক্ষেপ বন্ধ করুন: আমেরিকাকে মুকতাদার হুঁশিয়ারি

কমাশিসা: ইরাকের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল-সাদ্‌র তার দেশের অভ্যন্তরীণ ব্যাপারে আমেরিকার হস্তক্ষেপের তীব্র ...